Thursday, 7 August, 2025
7 August, 25
Homeরাজ্যSiliguri: পুরসভার এমএমআইসি মিটিংয়ে কাউন্সিলরদের দায়িত্ব বুঝিয়ে দিলেন মেয়র গৌতম দেব

Siliguri: পুরসভার এমএমআইসি মিটিংয়ে কাউন্সিলরদের দায়িত্ব বুঝিয়ে দিলেন মেয়র গৌতম দেব

যানজট সমস্যা বড় সমস্যা, এর  সমাধান দরকার

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

আমরা মানুষের ভোটে এসেছি, তাই মানুষ যাতে ঠিকভাবে ঠিকমতো পরিষেবা পায় সেটা আমাদের দেখতে হবে। এমএমআইসিদের মিটিংয়ে ঠিক এই ভাবেই জানালেন মেয়র গৌতম দেব। তিনি আরো জানালেন মানুষের কাছে পৌঁছাতে গেলে মানুষের কষ্ট সমস্যা বুঝতে হবে, তবে আমরা বুঝতে পারবো কি কি দরকার কি কি দরকার না। শিলিগুড়ির মোট ৪৭ টি ওয়ার্ড, আর দায়িত্ব অনেক আমাদের।

আরও পড়ুন: Bangladesh: ১৯ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

আমাদের প্রত্যেককে বুঝে নিতে হবে এ কার কি করা উচিত কার কি করা উচিত না। মানুষকে অসন্তুষ্ট করা যাবে না,পানীয় জল একটি জরুরি পরিষেবা, বুঝতে পারছি দিনের পর দিন সেটাকে নিয়ে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে সাধারণ মানুষ।

আরও পড়ুন: Siliguri: কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামের পুনঃ নবীকরণ এর কাজ, খতিয়ে দেখতে মেয়র

কারণ সবার তো বেসরকারিভাবে জল নেওয়ার ক্ষমতা নেই, সবাই পানীয় জলের উপরেই নির্ভর করে। সেখানে জল তারা পাচ্ছে না ঠিকভাবে, যানজট সমস্যা বড় সমস্যা, এর  সমাধান দরকার। আর এক বছর পরে নির্বাচন, বেশি দেরি নেই নির্বাচনে, আমাদের সবাইকে এক হয়ে চলতে হবে। তবেই সমাধান করা সম্ভব হবে জানালেন মেয়র গৌতম দেব।

এই মুহূর্তে

আরও পড়ুন