Friday, 9 May, 2025
9 May, 2025
HomeদেশIndia-Pakistan Tension: সকাল থেকেই অমৃতসরে সাইরেন, বাড়িতে থাকতে বলা হল বাসিন্দাদের

India-Pakistan Tension: সকাল থেকেই অমৃতসরে সাইরেন, বাড়িতে থাকতে বলা হল বাসিন্দাদের

অমৃতসরে ফের বেজে উঠল সাইরেন। বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের ঘরেই থাকতে বলা হয়েছে।

গতরাতের প্রত্যাঘাত থেকেও শিক্ষা নেয়নি পাকিস্তান? ফের ভারতে হামলার ছক? অমৃতসরে ফের বেজে উঠল সাইরেন। বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। নাগরিকদের ঘরেই থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: ভোগান্তিতে সাধারণ মানুষ! তিনদিন কলকাতায় বন্ধ বাস? 

অমৃতসরে সকাল থেকেই যুদ্ধের সতর্কতা সাইরেন বাজছে। যেকোনও মুহূর্তে পাকিস্তান হামলা করতে পারে। সেই সতর্কতাই জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে অমৃতসরের ডিপিআরও বলেন, সকল নাগরিকদের বাড়িতে থাকতে বলা হয়েছে। জানালা থেকে দূরে থাকতে বলা হয়েছে এবং পর্দা দিয়ে রাখতে বলা হয়েছে। ঘরের লাইটও নিভিয়ে রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন: জম্মু, পঠানকোট, উধমপুরের সেনাঘাঁটি লক্ষ্য করে পাক হামলা প্রতিহত, নিয়ন্ত্রণরেখায় মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ! গোপন ঘাঁটিতে লুকিয়ে পাক প্রধানমন্ত্রী

অমৃতসর প্রশাসনের তরফে জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। সাইরেন বাজবে, বিষয়টি স্পষ্ট হলে আপনাদের বার্তা দেওয়া হবে। আমাদের সশস্ত্র বাহিনী নিরাপত্তা দিতে সম্পূর্ণ প্রস্তুত। আপনারা বাড়িতে থেকে ওদের সাহায্য করুন। আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

এই মুহূর্তে

আরও পড়ুন