কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:
শিলিগুড়ির চম্পাসারির দেবীডাঙা এলাকায় এক বাড়ি থেকে উদ্ধার হল এক মহিলার কঙ্কালসার দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। শুক্রবার সিকিম পুলিশ বন্ধ ঘরের দরজা খুলে ওই কঙ্কালসার দেহ উদ্ধার করে।
আরও পড়ুন: সবাই পাবে না, ভারতকে বিরাট বড় ‘উপহার’ দিতে চলেছেন ট্রাম্প
জানা গিয়েছে, ৬ মাস আগে সিকিম থেকে নিখোঁজ হন পাশাং ডোবা শেরপা নামে এক মহিলা। সিকিম পুলিশের কাছে তাঁর পরিবার অভিযোগও জানায়। অবশেষে এদিন সিকিম পুলিশ ওই মহিলার ছেলেকে সঙ্গে নিয়ে দেবীডাঙার বাড়িতে পৌঁছন।
আরও পড়ুন: ভারতীয় বলে কথা! মহাকাশেও খাবেন আম-গাজরের হালুয়া
বন্ধ ঘরের দরজা খুলতেই বেডরুম থেকে কঙ্কালসার দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় প্রধাননগর থানার পুলিশও। কঙ্কাল উত্তরবঙ্গ মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষা করা হবে। ঘটনার তদন্ত করছে সিকিম ও প্রধাননগর থানার পুলিশ। কীভাবে মৃত্যু? তা নিয়ে সংশয়ে পুলিশ। শিলিগুড়ি পুলিশের এক কর্তা জানান, ডিএনএ পরীক্ষার পরই কার মৃতদেহ, তা পরিষ্কার হবে। কবে এবং কী ভাবে মহিলার মৃত্যু হয়েছিল জানা যাবে তাও।