Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গDarjeeling Weather: তুষারপাতের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে গোটা শৈল শহর জুড়ে

Darjeeling Weather: তুষারপাতের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে গোটা শৈল শহর জুড়ে

দার্জিলিংয়ের শৈল শহরে সেই তুষারপাত আর বেশি দেরি  নয়। তুষারপাতের সাথে  বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে  গোটা শৈল শহর জুড়ে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাসগুপ্ত, শিলিগুড়ি

পর্যটকদের জন্য  খুশির খবর, আগামীকাল থেকে  পরিবর্তন হতে পারে পাহাড় সহ দার্জিলিং এর আবহাওয়া। এই খবরে খুশি পর্যটকেরাও। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে  আগামী কয়েকদিন দার্জিলিং এর আবহাওয়া ব্যাপক পরিবর্তন হবে।

আরও পড়ুন: West Bengal Ration: রেশন পেতে হলে মোবাইল ফোন থাকতেই হবে! ইতিমধ্যেই নয়া বিজ্ঞপ্তি 

যে কারণে পর্যটকেরা এসেছিলেন  দার্জিলিংয়ের শৈল শহরে সেই তুষারপাত আর বেশি দেরি  নয়। তুষারপাতের সাথে  বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে  গোটা শৈল শহর জুড়ে। মাঝারি এবং ভারী  তুষারপাত হবে গোটা দার্জিলিং এবং সিকিমে। এমনিতেই অন্যান্য বারের তুলনায়  এই বছর পর্যটকদের ভিড়  অনেকটাই বেড়ে গেছে।

আরও পড়ুন: Nutritious Foods For Children: এই শীতে দেদার কেক-পেস্ট্রি নয়, শীতের সময়ে ছোটদের কী কী খাওয়ালে তারা সুস্থ থাকবে?

তেমনি পর্যটকেরা থাকতে থাকতেই  দার্জিলিংয়ের তুষারপাতের খবর পেয়ে গেছেন। তাই বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে তাদের মধ্যে। এমনিতে পর্যটকরা এই সময় হইলে শহরে এসে ভিড় করেন, যেটা এই বছর অনেকটাই বেশি। তবে এবারেও বিদেশি পর্যটকদের সংখ্যাগত দুই বছরের তুলনায়  অনেকটাই বেড়ে গেছে। তাই বৎসর শেষে  তুষারপাতের খবরে খুশি হোটেল ব্যবসায়ী,  পর্যটক এবং সাধারণ মানুষ।

এই মুহূর্তে

আরও পড়ুন