Friday, 1 August, 2025
1 August, 25
Homeলাইফ-স্টাইলJamaisasthi: শাড়ি সেকেলে! জামাইষষ্ঠীতে শাশুড়িকে দিন নতুন ধরনের উপহার

Jamaisasthi: শাড়ি সেকেলে! জামাইষষ্ঠীতে শাশুড়িকে দিন নতুন ধরনের উপহার

সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলেছে আর সেভাবেই বদলেছে শাশুড়ি মায়েদের পছন্দও।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

 বাঙালির বারো মাসে তেরো পার্বণ। বাংলার দ্বিতীয় মাসের সেই বড় পার্বণটি হয় জামাইদের জন্যও। সামনেই জামাইষষ্ঠী। আর এই বিশেষদিনে ভূরিভোজ, নানা উপহার দেওয়া-নেওয়াই বলা চলে প্রথা। এদিন শাশুড়িকে জামাই কী উপহার দিচ্ছেন, তা নিয়ে চলে চুলচেরা বিশ্লেষণও। একটা সময় ছিল যখন শাশুড়ি মানেই ছিল একটা আটপৌরে বিষয়। আর তাই উপহার দেওয়াও ছিল সহজ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলেছে আর সেভাবেই বদলেছে শাশুড়ি মায়েদের পছন্দও।

আপনার শাশুড়ির পছন্দের পোশাক বা শাড়ি যদি আপনি উপহার দিতে চান তাহলে অবশ্যই স্ত্রীর পরামর্শ নিয়ে কিনুন। যেহেতু এখন অনেকেই শাড়ির বিষয়ে খুঁতখুঁতে এবং কোনও অনুষ্ঠানেই শাড়ি পরতে পছন্দ করেন। সেক্ষেত্রে তা মাথায় রেখেই কিনবেন। এছাড়াও এই গরমে হালকা সুতির শাড়ির অনেক ভ্যারাইটি বাজারে রয়েছে। সেসব শাড়িও কিনতে পারেন শাশুড়ির পছন্দের কথা মাথায় রেখে।

আরও পড়ুন: ‘আসল’ রিপোর্ট পেয়েও ‘চুপ’ ছিল সরকার! নেতাজি নিয়ে ‘বড় চক্রান্ত’

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই অবসরে বাগানের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসেন। বাগানের নতুন গাছ, গাছের পরিচর্যা করার বিভিন্ন সামগ্রী ইত্যাদি উপহার হিসাবে দিতেই পারেন।

অনেক মায়েদেরই বলতে শোনা যায় ‘আলমারি ভর্তি শাড়ি। আমার জন্য আর শাড়ি কিনিস না।’ কিন্তু তা বললে কি চলে? বছরের এই একটা দিন আর তাতে কী উপহার না দিলে হয়? সেক্ষেত্রে শাড়ির বদলে শাশুড়িকে তাঁর পছন্দের জুতোটা উপহার দিতে পারেন। মনে রাখবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জুতোর পছন্দও পালটায়। তাই সেক্ষেত্রে শাশুড়িমার জন্য কিনতে পারেন স্নিকার্স। পায়ের সমস্যা থাকলে পছন্দের জুতো পরে হাঁটাচলা করতেও সুবিধা হবে।

আরও পড়ুন: ‘জাস্ট মেরে ফেল…’, ভাইরাল অডিয়ো ক্লিপ

বর্তমান সময়ের মা-বাবারা তাঁদের ছেলেমেয়েদের হাত ধরে প্রযুক্তির সঙ্গে বেশ সড়গড়। আর তাই ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন সিরিজ দেখা, গান শোনা ইত্যাদি তাঁরা অবসর সময়ে বেশ চুটিয়ে উপভোগ করেন। তাই এই জামাইষষ্ঠীতে উপহার দিতে পারেন ব্লু টুথ হেডফোন। শুধু শাশুড়ি কেন, শ্বশুরমশাইও কিন্তু এই গ্যাজেট ব্যবহার করতে পারবেন।

শাশুড়ি যদি অবসর সময়ে রান্না করতে ভালোবাসেন এবং একইসঙ্গে স্বাস্থ্যসচেতন হন সেক্ষেত্রে উপহার হিসাবে দিতে পারেন এয়ার ফ্রায়ার। কারণ বয়সের সঙ্গে সঙ্গে নানা শারীরিক জটিলতা দেখা দিলে অনেক খাওয়াদাওয়াই বাদ দিতে হয়। সেক্ষেত্রে অল্প তেলে সুস্বাদু রান্না করার জন্য এয়ার ফ্রায়ার হল সঠিক জিনিস। যাতে কিনা স্বাদ ও স্বাস্থ্য দুই-ই অটুট থাকবে।

এই মুহূর্তে

আরও পড়ুন