চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণপুরে। সেখানে সারমেয়দের মাথা থেঁতলে কেউ বা কারা খুন করে দিয়ে গিয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক ব্যক্তি। গোটা বিষয়টির ময়নাতদন্ত করেছে পুলিশ। তবে রিপোর্ট এখনও হাতে এসে পৌঁছয়নি।
আরও পড়ুনঃ বিরাম নেই বৃষ্টির; বিক্ষিপ্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া
ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা সিংহির মোড় এলাকায়। সেখানে পথ কুকুর সন্তান প্রসব করে। সাতটি বাচ্চার জন্ম দেয় সে। একটি ক্লাবে ওই সারমেয়টি সন্তান প্রসব করে। এরপর গত ১ অগস্ট দুপুর দেড়টা নাগাদ এলাকার পশুপ্রেমী পুস্পিতা কর্মকার দাস খবর পান, ওই সাতটি বাচ্চাকে কেউ বা কারা ইট দিয়ে থেঁতলে খুন করেছে। ফাটিয়ে দেওয়া হয়েছে তাদের মাথা। বিষয়টি জানতে পেরেই তিনি ঘটনাস্থলে পৌঁছন। পুরো বিষয়টি নিজের চোখে দেখার পর বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ ‘ফ্রিডম অফার’! JIO-ও পারেনি, করে দেখাল BSNL; আনলিমিটেড কলিং, ২ জিবি ডেটা-সব পাবেন মাত্র ১ টাকায়!
ক্লাব সভাপতি বিভাস ঘোষ বলেন, “একটি পথ কুকুরের সাতটি বাচ্চা হয়। ওই বাচ্চাগুলোকে আমরা আশ্রয় দিয়েছিলাম ক্লাবে। গতকাল সকালে দেখি কেউ থেঁতলে বাচ্চাগুলোকে মেরে ফেলেছে। আমরা চাইছি প্রকৃত দোষীর শাস্তি হোক।” পুস্পিতা কর্মকার দাস বলেন, “বাচ্চাগুলোর এক মাস হতো। রথের আগের দিন হয়েছিল ওরা। এরপর দেখি কেউ বা কারা মাথা থেঁতলে খুন করেছে।”