Wednesday, 15 October, 2025
15 October
Homeউত্তরবঙ্গProtest: বকেয়া বেতনের দাবিতে চা বাগানে বিক্ষোভ; বঙ্গে মোদী ঢোকার আগে

Protest: বকেয়া বেতনের দাবিতে চা বাগানে বিক্ষোভ; বঙ্গে মোদী ঢোকার আগে

সকাল থেকে আন্দোলনে কেন্দ্রীয় অধীনস্থ এন্ড্রুয়েল কোম্পানির চা বাগানের শ্রমিকরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

আজ আলিপুরদুয়ারে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সিকিমে ভার্চুয়াল সভা শেষ করে ফেলেছেন তিনি। এ দিকে, মোদীর সফরের আগে উত্তরের চা বাগানগুলিতে বাড়ছে উত্তাপ। আজ বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষোভ চলছে কেন্দ্রীয় সরকারের অধিনস্থ চা বাগানে।

আরও পড়ুন: যাদবপুর থেকে B.Tec,বর্ধমানে মা-বাবাকে খুন করে এসে বনগাঁর মাদ্রাসায় হামলা হুমায়ুনের

এদিন, সকাল থেকে আন্দোলনে কেন্দ্রীয় অধীনস্থ এন্ড্রুয়েল কোম্পানির চা বাগানের শ্রমিকরা। বকেয়া মজুরি,বকেয়া বেতন, পিএফ,গ্র্যাচ্যুইটি দাবিতে চলছে বিক্ষোভ চা বাগানের গেটের সামনে। বানারহাট ব্লকের বানারহাট চা বাগানে গেটে সামনে সকাল থেকেই ভিড় জমান চা বাগানের শ্রমিকরা।

আরও পড়ুন: খারাপ আবহাওয়া, সিকিম যাচ্ছেন না মোদী, ভার্চুয়ালি দেবেন বার্তা

বাগান শ্রমিকদের দাবি, অবিলম্বে তাঁদের বকেয়া পরিশোধ করতে হবে। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চা বাগান হওয়া সত্ত্বেও সরকার উদাসীন বলে অভিযোগ। তাই যেদিন আলিপুরদুয়ারে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী,সেই দিনই কেন্দ্রীয় সরকারের অধীনস্থ চা বাগানের শ্রমিকরা বিক্ষোভ দেখিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন শ্রমিকরা। এক মহিলা বলেন, “দু থেকে তিন বছর ধরে সমস্যা। আমরা মজুরি পাই না। গ্র্যাচুয়িটি পাই না। চার-পাঁচটা বকেয়া বেতন থাকে। তারপর একটা থাকে।”

এই মুহূর্তে

আরও পড়ুন