Wednesday, 5 November, 2025
5 November
HomeকলকাতাKolkata Police - Army Truck: তুঙ্গে তরজা! বেপরোয়া গতি! রাইটার্স বিল্ডিংয়ের সামনে...

Kolkata Police – Army Truck: তুঙ্গে তরজা! বেপরোয়া গতি! রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনার ট্রাক আটকে দাবি পুলিশের

ফোর্ট উইলিয়াম থেকে পাসপোর্ট অফিস যাচ্ছিল সেনাবাহিনীর গাড়িটি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মেয়ো রোডে সেনার তৃণমূলের বাংলা ভাষার অপমানের প্রতিবাদ মঞ্চ খোলা নিয়ে এখন তপ্ত বঙ্গ রাজনীতি। রাজ্যজুড়ে মঙ্গলবার চলছে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। আর রাত পোহাতেই সেনাবাহিনীর ট্রাক আটকাল কলকাতা পুলিশ। তা নিয়ে আরও এক স্টেপ এগিয়ে বিতর্ক। এবার এই নিয়ে বিবৃতি দিল কলকাতা পুলিশ। পাশাপাশি সেনাবাহিনীর ট্রাকের চালকের বিরুদ্ধে FIR। হেড কোয়ার্টার ট্রাফিক গার্ডের এক ট্র্যাফিক সার্জেন্টের করা অভিযোগের ভিত্তিতে চালকের বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় ২৮১ BNS এ মামলা রুজু।

আরও পড়ুনঃ ‘নেতারা টাকা নিয়েছে’, ওঠবোস করে ক্ষমা চাইলেন তৃণমূল কাউন্সিলর, ভিডিয়ো ভাইরাল

কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ট্রাফিক আইন লঙ্ঘন সংক্রান্ত একটি ঘটনার প্রেক্ষিতে পুলিশের পদক্ষেপ নিয়ে কিছু মহল থেকে নানা ভ্রান্ত তথ্য ছড়ানো হচ্ছে। কলকাতা পুলিশের বক্তব্য,  সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে, উক্ত ট্রাকটি বিপজ্জনকভাবে চালানো হচ্ছিল এবং ট্রাফিক লেনের নিয়ম ভঙ্গ করা হয়েছিল। অপর একটি গাড়ি চালকের তৎপরতার কারণে অল্পের জন্য একটি বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

এটি স্পষ্টতই ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা এবং দোষী চালকের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি কলকাতা পুলিশের পরামর্শ,  অযাচাইকৃত তথ্য দ্বারা বিভ্রান্ত যাতে না হয়।

আরও পড়ুনঃ বারবার করা হয়েছিল সতর্ক, দু’দিনের অনুমতি নিয়ে প্রায় ১ মাস ধরে অস্থায়ী প্যান্ডেল; সাফ কথা সেনার

মঙ্গলবার সকালে রাইটার্স বিল্ডিংয়ের সামনের রাস্তায় সেনার ট্রাকটি থামান ট্রাফিক কন্ট্রোলাররা। খবর দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানাকে। খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছয়। অভিযোগ, সেনার ট্রাক সিগন্যাল মানেনি। সূত্রের খবর, ওই ট্রাকের পিছনেই আবার আসছিল কলকাতার নগরপাল মনোজ ভার্মার গাড়ি। যদিও ভারতীয় জওয়ানদের দাবি, ট্রাক অনেক ধীর গতিতেই চলছিল। এখানে যে একটা বিভাজন বা পার্টিশান রয়েছে, তা বোঝাই যায়নি।

 

এই মুহূর্তে

আরও পড়ুন