Tuesday, 14 October, 2025
14 October
Homeউত্তরবঙ্গDhupguri: জোড়াফুলে ভাঙন; BJP-তে যোগদান সংখ্যালঘুদের

Dhupguri: জোড়াফুলে ভাঙন; BJP-তে যোগদান সংখ্যালঘুদের

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একদল সংখ্যালঘু।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ 

উত্তরবঙ্গে ফের ভাঙন তৃণমূলে। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন একদল সংখ্যালঘু। সাঁকোয়াঝোরা-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ১৪/২১৬ নম্বর বুথ এলাকা থেকে তৃণমূল ছাড়লেন আর বিজেপিতে যোগ দিলেন সংখ্যালঘু পরিবারের রাবেয়া খাতুন সহ তাঁর পরিবার। এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা।

আরও পড়ুনঃ উত্তরবঙ্গের ভয়ঙ্কর অবস্থা; চার দিন বন্ধ জাতীয় সড়ক, ফের পাহাড় কেটে শুরু নতুন রাস্তা তৈরি

এ দিন এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপি মণ্ডল সভাপতি সোনালী মোহন্ত ও কৌশিক নন্দীরা। তাঁরা ছাড়াও  উপস্থিত ছিলেন পঞ্চায়েত বিজেপি নেতা-কর্মীরা। রাবেয়া খাতুনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তৃণমূলের মধ্যে থেকে নানা ভাবে অত্যাচার ও অবহেলার শিকার হচ্ছিলেন তাঁরা। সেই কারণেই দলের প্রতি আস্থা হারিয়ে বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত নেন। রাজিয়া খাতুন বলেন, “আগে তো তৃণমূল করতাম। এখন ওরাই আমার ছেলেকে ঘরের ভিতরে ঢুকে মারছে, গালিগালাজ করছে।”

আরও পড়ুনঃ গলছে বরফ? শুল্কযুদ্ধের আবহেই চিন সফরে মোদি; লাল ফৌজের সঙ্গে সংঘর্ষের পরে এই প্রথম

বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষ এখন ধাপে ধাপে তৃণমূলের স্বৈরাচারী নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। এই যোগদান তারই প্রমাণ। মোদীজি সব সময় সকলের পাশে রয়েছেন। বিজেপির মণ্ডল সভাপতি বলেন, “তৃণমূল সব সময় বলে বিজেপি সাম্প্রদায়িক দল। আজকের ঘটনা প্রমাণ করল এটা ঠিক নয়। মোদীজির সবকা সাথ, সবকা বিকাশ সকলের জন্যই।” তৃণমূল নেতা সাহিরুল ইসলাম বলেন,”সংবাদ মাধ্যম থেকেই শুনেছি। স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছি। আর যাঁরা যোগদান করেছে তাঁরা কোনও দিন তৃণমূলের সঙ্গে ছিলই না।”

এই মুহূর্তে

আরও পড়ুন