Sunday, 3 August, 2025
3 August, 25
HomeদেশSonia Gandhi: শিমলার হাসপাতালে সনিয়া, বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ

Sonia Gandhi: শিমলার হাসপাতালে সনিয়া, বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ

বার্ধক্যজনিত কারণে একাধিক শারীরিক জটিলতা রয়েছে তাঁর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হাসপাতালে সনিয়া। শনিবার সিমলার ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজে ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ঠিক কী সমস্যার কারণে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেই নিয়ে প্রথম দিকে কোনও তথ্য পাওয়া যায়নি। পরে কংগ্রেস তরফে খোলসা করা হয় যে রুটিন চেক-আপ ও কিছু সামান্য শারীরিক অস্বস্তি তৈরি হওয়ার কারণে তাঁকে ওই মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: চাঁচলে ইদের নমাজে হুলস্থুল! মসজিদ চত্বরে বৃদ্ধকে ছুরির কোপ

এদিন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর প্রধান মিডিয়া সচিব নরেশ চৌহান সনিয়ার হাসপাতালে যাওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘রুটিন চেক আপ ও শরীর হঠাৎ করেই অসুস্থ হওয়ায় কংগ্রেস নেত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা বেশ কিছু পরীক্ষানিরীক্ষা করতে দিয়েছেন। সম্পূর্ণ তথ্য এখনও পাওয়া সম্ভব হয়নি।’

আরও পড়ুন: বাংলাদেশের কোটা-আন্দোলনে লাঠি উঁচিয়ে যোগ দেওয়া নিউটন কাকদ্বীপেরও ভোটার! রয়েছে তৃণমূল-ঘনিষ্ঠতা

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অসুস্থ সনিয়ার সঙ্গে হাসপাতালেই সম্ভবত দেখা করতে যেতে পারেন হিমাচলের মুখ্যমন্ত্রী। তবে এই প্রসঙ্গে সরকার তরফে এখনও কিছু স্পষ্ট করা হয়নি। উল্লেখ্য, এর আগে ফেব্রুয়ারি মাসেও নয়াদিল্লি গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হতে হয়েছিল কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীকে। জানা গিয়েছে, সেবারও সাময়িক কিছু শারীরিক অস্বস্তির কারণেই ভর্তি করা হয়েছিল তাঁকে।

এই মুহূর্তে

আরও পড়ুন