spot_img
Thursday, 15 January, 2026
15 January
spot_img
HomeচাকরিSSC: গ্রুপ সি ও ডি শিক্ষাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির

SSC: গ্রুপ সি ও ডি শিক্ষাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসির

আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর তারিখ শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। স্কুলগুলিতে গ্রুপ-সি পদে ২,৯৮৯টি পদে নিয়োগ হবে। এবং গ্রুপ ডি-তে ৫,৪৮৮টি পদে নিয়োগ করা হবে। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে কমিশনের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করা যাবে। ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা। বিস্তারিত বিজ্ঞপ্তি আগামী ৩১ আগস্ট কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন।

আরও পড়ুনঃ সব জায়গায় মন্দির, শিবলিঙ্গ খোঁজার প্রয়োজন নেই, বললেন RSS প্রধান

প্রসঙ্গত, ২০১৬ সালের এসএসসি ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ করে।গত এপ্রিলে দুর্নীতির অভিযোগে গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তবে ‘যোগ্য’ শিক্ষকরা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন বলে পরে নির্দেশ দেয় শীর্ষ আদালত। তাঁরা বেতনও পাচ্ছেন। কিন্তু গ্রুপ সি ও ডি কর্মীরা সেই ছাড় পাননি। আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর তারিখ শিক্ষক নিয়োগের পরীক্ষা  রয়েছে। এই আবহে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিল এসএসসি। এই পরীক্ষায় ‘অযোগ্য’ শিক্ষাকর্মীরা আবেদন করতে পারবেন না বলেই এসএসসি সূত্রে খবর। কারণ, সুপ্রিম কোর্টর নির্দেশ রয়েছে কোনও ‘অযোগ্য’ প্রার্থী যেন পরীক্ষায় বসতে না পারেন। উল্লেখ্য, বাম আমলে গ্রুপ সি ও ডি কর্মীদের নিয়োগ করত স্কুল ম্যানেজিং কমিটি। পরে বিধানসভায় বিল পেশ করে এই প্রক্রিয়া এসএসসির হাতে তুলে দেয় রাজ্য সরকার।

আরও পড়ুনঃ ভূতুড়ে ভোটার নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি; মৃত ব্যক্তির স্থান খোদ রাজ্য সরকারের বাউড়ি কালচারাল বোর্ডে! তরজা

এদিকে, আগামী ৭ দিনের মধ্যে ‘অযোগ্য’দের তালিকা প্রকাশ করতে হবে বলে স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। একই সঙ্গে আগামী নিয়োগ প্রক্রিয়ায় কোনও ‘অযোগ্য’ প্রার্থী যাতে সুযোগ না পান, তা নিশ্চিত করতে এসএসসিকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

এই মুহূর্তে

আরও পড়ুন