কলকাতায় মেসিকে ঘিরে যুবভারতীর বিশৃঙ্খলার ছবি বিদেশি সংবাদমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি শুধুমাত্র স্থানীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও নজর কেড়েছে।
আরও পড়ুনঃ আলোচনায় কাজ না হলে করা হবে উপযুক্ত পদক্ষেপ! মুখ খুলল দিল্লি
এই ঘটনার পর রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “এই ঘটনা রাজ্যের ভাবমূর্তির জন্য কলঙ্কজনক। যুবভারতীর মতো জায়গায় এই ধরনের ঘটনা লজ্জাজনক।
শুভেন্দু অধিকারী আরও বলেছেন, “যদি রাজ্যের শাসকদল ব্যর্থ হয়। তবে বিদেশি সংবাদমাধ্যমে এমন ছবি ছাপানোই স্বাভাবিক।” রাজ্যের শাসকদল এবং প্রশাসনকে এই ঘটনায় সরাসরি অভিযুক্ত করেছেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বলেছেন, “বিদেশি সংবাদমাধ্যমে এই ছবি প্রকাশ পাওয়া পশ্চিমবঙ্গের ভাবমূর্তির জন্য লজ্জার বিষয়। সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।”
ইভেন্টটি আয়োজনে মূলত উদ্দেশ্য ছিল মেসির সঙ্গে ভক্তদের সরাসরি সংযোগ স্থাপন করা। তবে, বিশাল ভিড় এবং সঠিক ব্যবস্থাপনার অভাবে অনেক ভক্ত মেসিকে দেখার সুযোগ পাননি। ভিড় নিয়ন্ত্রণ ও দর্শক ব্যবস্থাপনা নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। অনেক দর্শক অভিযোগ করেন যে VIP-রা প্রাধান্য পেয়েছে, সাধারণ দর্শকরা প্রায় বাইরে ঠেলে দেওয়া হয়েছে।









