Tuesday, 14 October, 2025
14 October
HomeকলকাতাMamata Banerjee: পাহাড়ে মৃত্যু মিছিল, সোমবারেই শিলিগুড়িতে মমতা

Mamata Banerjee: পাহাড়ে মৃত্যু মিছিল, সোমবারেই শিলিগুড়িতে মমতা

উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে কড়া নজরদারি শুরু করেছে নবান্ন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ

টানা বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ এবং সিকিম। একটানা মুষলধারে বৃষ্টিতে ধস নেমেছে একাধিক জায়গায়। জানা গিয়েছে মিরিক এবং সুখিয়ায় ধসে চাপা পড়ে এখনও পর্যন্ত এক শিশু সহ মোট ১৭ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ প্রকৃতির রোষে উত্তরবঙ্গ; পশ্চিমবঙ্গ সরকারকে সতর্ক করল ভূটান

আর এর মধ্যেই আগামিকাল শিলিগুড়ি রওনা হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি জানান, আগামিকাল বেলা তিনটে নাগাদ শিলিগুড়ি পৌঁছাবেন। ইতিমধ্যেই এই বিষয় নিয়ে পাঁচ জেলাশাসকদের নিয়ে আপৎকালীন বৈঠক করেছেন তিনি।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে কড়া নজরদারি শুরু করেছে নবান্ন। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে নজরদারি শুরু করলেন খোদ রাজ্যে মুখ্য সচিব-সহ একাধিক শীর্ষ পর্যায়ের আধিকারিকরা। উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনার জন্য আজ অর্থাৎ রবিবারেই রওনা হয়েছেন সিনিয়র আইএএস অফিসারদের একটি বিশেষ দল ।

আরও পড়ুনঃ মৃত্যু ৫ জনের, মিরিকে ধস, ভেঙে গেল দুধিয়া সেতু, উত্তরবঙ্গে ভয়াবহ অবস্থা

জানা গিয়েছে, বিপর্যয়ের এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের সচিবের নেতৃত্বে এই দল কাজ করবে। একইসঙ্গে কলকাতা থেকে পাঠানো হচ্ছে কৃষি দফতরের সচিব, জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের সচিব সহ একাধিক আধিকারিকদের।

আজ দুপুরেই তারা উত্তরবঙ্গের জন্য রওনা হচ্ছেন বলে নবান্ন সূত্রে খবর।

এই মুহূর্তে

আরও পড়ুন