Wednesday, 5 November, 2025
5 November
HomeকলকাতাKolkata: চারচাকা ভর্তি অস্ত্র সমেত STF এর জালে ৮ যুবক; সুন্দরবনের দিকে...

Kolkata: চারচাকা ভর্তি অস্ত্র সমেত STF এর জালে ৮ যুবক; সুন্দরবনের দিকে যাওয়ার আগেই পাকড়াও

তিনটি বন্দুক, দু’টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি-সহ দুটি ধারাল অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটজনের ওই দুষ্কৃতী দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হচ্ছিল বলে সূত্রের খবর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গোপন সূত্রে খবর পেয়ে চলল অভিযান। আগ্নেয়াস্ত্র-সহ আটজনকে গ্রেফতার করল এসটিএফ। আন্দপুর থানা এলাকার বাসন্তী হাইওয়ের উপর একটি চারচাকা ও একটি বাইক আটক করে পুলিশ। এরমধ্য়ে চারচাকাতে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তদন্তকারী আধিকারিকরা। ৮ যুবকই কলকাতা থেকে সুন্দরবনের দিকে যাচ্ছিল বলে খবর।

আরও পড়ুন: সর্বদল বৈঠকে গোয়েন্দা ব্যর্থতা ‘মানল’ কেন্দ্র! যা ‘অ্যাকশন’ নিতে হয় নিন, আমাদের পুরো সমর্থন রয়েছে, সবদলের বৈঠকে রাহুল

তিনটি বন্দুক, দু’টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি-সহ দুটি ধারাল অস্ত্র উদ্ধার করে পুলিশ। আটজনের ওই দুষ্কৃতী দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হচ্ছিল বলে সূত্রের খবর। ধৃত আটজনকেই শুক্রবার আদালতে তোলা হবে। তবে শুধুমাত্র ডাকাতি নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে পুলিশ। চলছে জেরা। এই চক্রের পিছনে আর কারা কারা রয়েছে, কেমন ছিল ‘অপারেশনের’ ছক, অস্ত্র কোথা থেকে এল সবটাই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: বিশ্বের সামনে ‘বেআব্রু’ পাকিস্তান! রাষ্ট্রদূতদের বৈঠকে পহেলগাঁও পরিস্থিতি ব্যাখ্যা ভারতের

এদিকে বিগত কয়েক মাসে লাগাতার বাংলায় ভিন রাজ্য থেকে অস্ত্র আমদানি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সাম্প্রতিককালে শুধু কলকাতাতেই একাধিক দুষ্কৃতী হামলায় ভিন রাজ্যের অস্ত্র কারবারিদের নাম উঠে এসেছে। এসটিএফের লাগাতার অভিযানে সাফল্যও মিলেছে। পুলিশের জালে পড়েছে একাধিক। কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গা থেকে ৪ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেঙ্গল এসটিএফ। দুটি দোনলা বন্দুক-সহ মোট চারটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন