Monday, 3 November, 2025
3 November
HomeবিনোদনHappy Birthday Aishwarya: হাফ সেঞ্চুরিতে আজও ডিভা, শুভ জন্মদিন ঐশ্বর্য রাই বচ্চন

Happy Birthday Aishwarya: হাফ সেঞ্চুরিতে আজও ডিভা, শুভ জন্মদিন ঐশ্বর্য রাই বচ্চন

বচ্চন পরিবারের একমাত্র ছেলের গলায় মালা দেন বিশ্বসুন্দরী । হয়ে উঠলেন ঐশ্বর্য রাই বচ্চন ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হিন্দি নয়, তামিল সিনেমায় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ ঐশ্বর্যর । হিন্দিতে প্রথমবার যে ছবিতে নজর কেড়েছিলেন ঐশ্বর্য, তা হল সঞ্জয় লীলা বনশালীর ‘হাম দিল দে চুকে সনম’।

আরও পড়ুনঃ ফের চিনের দূর্লভ খনিজ পেল ভারত, রফতানিতে নতুন শর্ত দিল বেজিং!

শুরুটা হয়েছিল বিজ্ঞাপনে । তারপর সোজা মিস ওয়ার্ল্ড । বিশ্ব সুন্দরীর তকমা পাওয়ার পর সিনেমায় আসা । হিন্দি চলচ্চিত্র জগতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল ঐশ্বর্য জাদু । কেরিয়ারের তিন দশক কাটিয়ে আজও তিনি সমান মোহময়ী । তাঁর রূপের জাদুতে মজেছে দেশ-বিদেশে থাকা তাঁর অজস্র অনুরাগীরা । আজ সেই বিশ্বসুন্দরী ঐশ্বর্য রাইয়ের জন্মদিন । ৫১ বছরে পা দিলেন অভিনেত্রী । যদিও,তাঁকে দেখে তা বোঝার উপায় নেই । তাঁর ফিটনেস, তাঁর সৌন্দর্য হার মানায় বলিউডের এই প্রজন্মের সুন্দরী তারকাদেরও ।

হিন্দি নয়, তামিল সিনেমায় অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ ঐশ্বর্যর । হিন্দিতে প্রথমবার যে ছবিতে নজর কেড়েছিলেন ঐশ্বর্য, তা হল সঞ্জয় লীলা বনশালীর ‘হাম দিল দে চুকে সনম’। এরপর ‘দেবদাস’, ‘যোধা আকবর’, ‘ধুম’-এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের মনে পাকা জায়গা করে নেন ঐশ্বর্য । নয়ের দশকে যখন শাহরুখ যখন বলিউডে রাজ করছেন, তখন তাঁর বোনের চরিত্রে অভিনয় করার সাহস দেখিয়েছিলেন নায়িকা । শুধু বলিউডেই আটকে নেই ঐশ্বর্যের প্রতিভা ।

আরও পড়ুনঃ ছিটেফোঁটা হলেও কিছুটা সুখবর! কমে গেল রান্নার গ্যাসের দাম

বলিউড থেকে তিনি পাড়ি দিয়েছিলেন হলিউডে । ব্র্যাড পিটের বিপরীতে ট্রয় ছবিতে অভিনয় করেছিলেন । বিগত বেশ কয়েকবছর ধরে কান চলচ্চিত্র উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করেছেন তিনি ।

ঐশ্বর্য রাইয়ের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই । বিবেক ওবেরয়, সলমন খান…ঐশ্বর্যর জীবনে এসেছেন একাধিক পুরুষ । তাঁদের নিয়ে বিতর্কও কম কিছু নয় । শেষ পর্যন্ত ঐশ্বর্যর মনে পাকাপাকি জায়গা করে নিলেন অমিতাভ পুত্র অভিষেক । বচ্চন পরিবারের একমাত্র ছেলের গলায় মালা দেন বিশ্বসুন্দরী । হয়ে উঠলেন ঐশ্বর্য রাই বচ্চন । কন্যাসন্তান আরাধ্যার জন্ম দিলেন । কিন্তু, মা হওয়ার পর জৌলুস যেন আরও বেড়েছে নায়িকার । জনপ্রিয়তাও বেড়েছে উত্তরোত্তর । আজও তাঁর স্টারডম অক্ষুন্ন বলা যেতে পারে ।

এই মুহূর্তে

আরও পড়ুন