Monday, 4 August, 2025
4 August, 25
Homeহাওড়াHowrah: বৃক্ষরোপণ অভিযান ও আন্তর্জাতিক ক্লাউডেড লেপার্ড দিবস উদযাপিত হল পোদার ইন্টারন্যাশনাল...

Howrah: বৃক্ষরোপণ অভিযান ও আন্তর্জাতিক ক্লাউডেড লেপার্ড দিবস উদযাপিত হল পোদার ইন্টারন্যাশনাল স্কুল, হাওড়ায়

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে মার্গস্থা রিসার্চ ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান ও আন্তর্জাতিক ক্লাউডেড লেপার্ড দিবস উদযাপন করা হয় পোদার ইন্টারন্যাশনাল স্কুল, হাওড়াতে। অনুষ্ঠানটিতে শ্রেণি ৫ থেকে ১০ এর ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানটি সকাল ১০:৩০ টা থেকে শুরু হয়, যেখানে ন্যাশনাল তাইওয়ান ইউনিভার্সিটি-র পিএইচ.ডি. গবেষক সৌমি পান্জা একটি প্রাঞ্জল ভূমিকা বক্তব্য রাখেন। তিনি জীববৈচিত্র্য, স্থানীয় উদ্ভিদ রক্ষা, এবং মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করেন।

আরও পড়ুনঃ কিনতে হচ্ছে জল, স্থানীয় কাউন্সিলার সহ বোর্ড কর্তাদের নেই কোনও ভ্রূক্ষেপ, ভোগান্তি শিলিগুড়ির বাসিন্দাদের

এরপর মার্গস্থা রিসার্চ ফাউন্ডেশন-এর পরিচালক ও সচিব শ্রী অজয় বর্মা বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের সঙ্গে একসঙ্গে *গাছ রোপণ করেন*, যা একটি উল্লেখযোগ্য পরিবেশবান্ধব পদক্ষেপ হিসেবে তুলে ধরা হয়।

আন্তর্জাতিক ক্লাউডেড লেপার্ড দিবস উপলক্ষে মার্গস্থা রিসার্চ ফাউন্ডেশন-এর জুলোজিস্ট (প্রাণীবিজ্ঞানী) সুত্রিস্না হালদার ক্লাউডেড লেপার্ড প্রজাতি সম্পর্কে এক গুরুত্বপূর্ণ বক্তৃতা দেন। তিনি বলেন, এই রহস্যময় ও দুর্লভ বিড়াল প্রজাতি পূর্ব ভারতের পাহাড়ি অরণ্যে বাস করে এবং একে সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজন। পরিবেশ সচেতনতা এবং মাইক্রোপ্লাস্টিক দূষণ নিয়ে আরও একটি মনোগ্রাহী আলোচনা করেন সৌমি পান্জা। তিনি শিক্ষার্থীদেরকে পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর উপদেশ দেন।

আরও পরুনঃ লক্ষ লক্ষ পড়ুয়াদের জন্য বড় খবর; স্কুল নয়, প্রশ্ন করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ!

মার্গস্থা রিসার্চ ফাউন্ডেশন-এর সভাপতি ও পরিচালক শ্রী রঞ্জন শ’ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, “পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। একটি গাছ রোপণও একটি জীবনের প্রতীক।”  তিনি নিজেও একটি গাছ রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় ফাউন্ডেশনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এই দিনে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্রীমতি শবনম ভৌমিক-কে  সম্মাননা প্রদান করেন শ্রী রঞ্জন শ’, বিদ্যালয়ের সহানুভূতি এবং পরিবেশ শিক্ষায় অবদানের জন্য। প্রশাসনিক আধিকারিক শ্রী অভিষেক রায় চৌধুরী অনুষ্ঠানের শেষ পর্বে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “আমাদের বিদ্যালয়ে এসে এই অনুষ্ঠান করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সব শিশুরাই খুব আনন্দ পেয়েছে।”

বিশেষ কৃতজ্ঞতা জানানো হয় হাওড়া ফরেস্ট ডিভিশনের ডিএফও শ্রী দীপক কুমার মণ্ডল-কে, যিনি  মার্গস্থা রিসার্চ ফাউন্ডেশন-কে বিনামূল্যে চারাগাছ প্রদান করেছেন এই বৃক্ষরোপণ কর্মসূচির জন্য।

অনুষ্ঠানটি ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশপ্রেমী ও প্রকৃতি রক্ষার দায়িত্ববান নাগরিক হয়ে ওঠার অঙ্গীকারে অনুপ্রাণিত করে।

এই মুহূর্তে

আরও পড়ুন