বঙ্গবার্তা ডিজিটাল ডেস্ক: বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে গুজরাটের জুনাগড় জেলার গির অভয়ারণ্যে সোমবার সকালে লায়ন সাফারিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরের সময় তিনি ক্যামেরা হাতে তুলে নেন বন্যপ্রাণীদের অসাধারণ কিছু মুহূর্ত।
প্রধানমন্ত্রী তাঁর সফরের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ শেয়ার করে লেখেন, “আজ সকালে #WorldWildlifeDay উপলক্ষে গিরে সাফারিতে গিয়েছিলাম, যা আমাদের সবার জানা, মহিমান্বিত এশীয় সিংহের একমাত্র আবাসস্থল।”
তাঁর শেয়ার করা ছবিগুলিতে দেখা যায়, গিরের সিংহ ও সিংহীদের মনোমুগ্ধকর সৌন্দর্য, যাদের তিনি নিজেই ক্যামেরাবন্দি করেছেন। “গিরের সিংহ ও সিংহীরা! আজ সকালে ফটোগ্রাফির চেষ্টা করলাম,” লিখেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ের স্মৃতিচারণ করে বলেন, সে সময় রাজ্য সরকার বন্যপ্রাণী সংরক্ষণে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। তিনি উল্লেখ করেন, বিগত কয়েক বছরে সম্মিলিত প্রচেষ্টার ফলে এশীয় সিংহের সংখ্যা ক্রমাগত বাড়ছে।
এছাড়াও, প্রধানমন্ত্রী স্থানীয় আদিবাসী সম্প্রদায় এবং অঞ্চলের মহিলাদের প্রশংসা করেন, যাঁরা এশীয় সিংহের আবাসস্থল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
সফারি পোশাকে সজ্জিত প্রধানমন্ত্রী মোদিকে গিরের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে দেখা যায়। গভীর অরণ্যের মধ্য দিয়ে রোমাঞ্চকর যাত্রার সময় তিনি অবাধে ঘুরে বেড়ানো মহিমান্বিত সিংহদের প্রত্যক্ষ করেন।
শুধু সিংহ দর্শন নয়, প্রধানমন্ত্রী গিরের বৈচিত্র্যময় জীববৈচিত্র্য এবং উদ্ভিদরাজিও ঘুরে দেখেন।
গির সাফারির পর, প্রধানমন্ত্রী মোদি জামনগরের রিলায়েন্স পরিশোধনাগার কমপ্লেক্সে অবস্থিত ‘ভান্তারা’ পরিদর্শন করেন। ‘ভান্তারা’ হলো একটি পশু উদ্ধার, সংরক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, যেখানে বন্দী হাতিসহ বিভিন্ন বন্যপ্রাণীদের কল্যাণে কাজ করা হয়। এখানে উদ্ধারকৃত প্রাণীদের নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে।