Tuesday, 14 October, 2025
14 October
HomeদেশZoom Meeting: মিটিং করতে করতে হাঁ হয়ে সবাই দেখলেন... স্ক্রিনে তখন একেবারে....!

Zoom Meeting: মিটিং করতে করতে হাঁ হয়ে সবাই দেখলেন… স্ক্রিনে তখন একেবারে….!

স্কুলের শিক্ষকদের জুম মিটিংয়ে চলল নীল ছবি! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের মহারাজগঞ্জে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

স্কুলের শিক্ষকদের জুম মিটিংয়ে চলল নীল ছবি! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের মহারাজগঞ্জে।

আরও পড়ুনঃ দ্বিচারিতা! কু-কথা ইস্যুতে শুভেন্দুকে নিশানা পুলিশ পরিবারের সদস্যদের অথচ অনুব্রত-প্রশ্নে হারালেন মেজাজ

মহারাজগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সন্তোষ কুমার শর্মার সভাপতিত্বে শিক্ষকদের নিয়ে একটি জুম মিটিং চলছিল।

সেই মিটিংয়ের মাঝেই পর্দায় হঠাৎ করে ভেসে ওঠে নীল ছবির দৃশ্য। অস্বস্তিতে পড়ে যান মিটিংয়ে উপস্থিত সবাই।

৭ অগাস্ট ই-চৌপাল পোর্টালের মাধ্যমে চলছিল এই জুম মিটিং। এই ঘটনায় ভেস্তে যায় শিক্ষা বিভাগের সঙ্গে ওই অধিবেশন।

জানা গিয়েছে ‘জেসন জুনিয়র’ নামে একজন ওই নীল ছবির ভিডিয়ো চালান মিটিংয়ের মাঝে।

আরও পড়ুনঃ প্রয়াত বাসন্তী চট্টোপাধ্যায়! দীর্ঘ অসুস্থতার পর উত্তর কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ

ওদিকে অর্জুন নামে একজন ভিডিয়ো চালু হওয়া মাত্র অশ্লীল মন্তব্য করতে শুরু করেন।

এই ঘটনা ওই ২ জনকে গ্রেফতার করেছে পুলিস।

এই মুহূর্তে

আরও পড়ুন