Wednesday, 5 November, 2025
5 November
HomeদেশSurrender: সুপ্রিমকোর্টের নির্দেশে রাজ্যের ৩ বাম নেতার আত্মসমর্পণ

Surrender: সুপ্রিমকোর্টের নির্দেশে রাজ্যের ৩ বাম নেতার আত্মসমর্পণ

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব প্রতিনিধি, যশপাল সিং, ত্রিপুরা:

বিলোনিয়া আদালতের বিচারক রুহি দাস পালকে শারিরীক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত তিন বামপন্থী নেতা অবশেষে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করলেন। বিচারক হেনস্থা মামলায় জেলা আদালত এবং হাইকোর্টে দোষি সাব্যস্ত হওয়ার পর সুপ্রিম কোর্ট মামলা শুনানির আগেই তিন নেতাকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়।

আরও পড়ুন: দায় কার? বাংলা মিডিয়ামের ছাত্র, দিতে পারলোনা মাধ্যমিকের হিন্দি বিষয়ের পরীক্ষা!

সেই নির্দেশ মোতাবেক শনিবার দক্ষিণ জেলার তিন সিপিএম নেতা আদালতে আত্মসমর্পণ করার পরই তাদের জেল হাজতে পাঠানো হয়। আগামী ১৮ই মার্চ এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। এরপরই পরবর্তী নির্দেশ জানা যাবে। উল্লেখ্য, হরতালের নামে ২০১৫ সালের বামপন্থী তিন নেতা বাবুল দেবনাথ, তাপস দত্ত ও ত্রিলোক সিনহা সহ অন্যান্যরা আদালতে ঢুকে শারীরিক নিগ্রহ করে বিচারক রুহি দাস পালকে।

আরও পড়ুন: হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে মার্করাম, ইংল্যান্ডের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার নেতৃত্বে ক্লাসেন

এমনই অভিযোগে তারা অভিযুক্ত। পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে রিট পিটিশন দাখিল করার পর জামিনে মুক্ত হয় তারা। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক শনিবার দুপুরে বিলোনিয়া আদালতে আত্মসমর্পণ করে সিপিআইএম দক্ষিণ জেলা সম্পাদক তাপস দত্ত, বিলোনিয়া বিভাগীয় সিট্যু সভাপতি ত্রিলোক সিনহা, সারা ভারত কৃষক সভা বিলোনিয়া বিভাগীয় সম্পাদক বাবুল দেবনাথ। ঘটনা ২রা সেপ্টেম্বর, ২০১৫।

এই মুহূর্তে

আরও পড়ুন