Friday, 12 September, 2025
12 September
বাংলা কাউন্টডাউন টাইমার
বঙ্গবার্তা
Homeআন্তর্জাতিক নিউজIndia Nepal Relations: সুশীলার নাম ঘোষণার পরেই ভারত নিয়ে বিরাট বার্তা সুশীলারই

India Nepal Relations: সুশীলার নাম ঘোষণার পরেই ভারত নিয়ে বিরাট বার্তা সুশীলারই

সুশীলা কার্কি, যিনি নিজেকে 'ভারতের বন্ধু' হিসাবে বর্ণনা করেছেন, পাশাপাশি বেনারসে তাঁর কাটানো ছাত্রজীবনের স্মৃতিচারণা করেছেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ওলির পদত্যাগের পর দেশের অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার জন্য তরুণ প্রজন্ম বেছে নিয়েছে সুশীলা কার্কিকে। ভারতের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে সুশীলার। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি।

সুশীলার নাম ঘোষণা হওয়ার পরেই তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, “Gen Z আন্দোলনকারীরা আমায় সময়ের জন্য সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে”, সুশীলা কার্কি এই নিয়ে বলেছেন, “জাতীয় স্বার্থে কাজ করতে প্রস্তুত।”

আরও পড়ুনঃ অকুতোভয় তিনি, বিচারব্যবস্থার পর নেপাল সামলানোর দায়িত্ব সুশীলার কাঁধে, কিন্তু সেনা কি মেনে নেবে!

সুশীলা কার্কি, যিনি নিজেকে ‘ভারতের বন্ধু’ হিসাবে বর্ণনা করেছেন, পাশাপাশি বেনারসে তাঁর কাটানো ছাত্রজীবনের স্মৃতিচারণা করেছেন।

ভারত প্রসঙ্গে তিনি বলেন, “আমি ভারতীয় রাজনীতিবিদরা আমায় মুগ্ধ করে… ভারত আমায় বোনের মতো ভাবে।” পাশাপাশি প্রধানমন্ত্রী মোদির নাম উল্লেখ করে তিনি বলেন, “আমি মোদিজিকে নমস্কার করছি। আমার মোদিজির প্রতি ভাল ধারণা আছে।”

আরও পড়ুনঃ ‘দেখুন প্রতিবেশী দেশের অবস্থা…’, বললেন প্রধান বিচারপতি

ছাত্রজীবনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, “আমি BHU-তে পড়াশোনা করেছি… আমার ভারতে অনেক বন্ধু আছে। BHU-এর শিক্ষকদের আমার এখনও মনে আছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভাল এবং বহু প্রাচীন। ভারত নেপালকে অনেক সাহায্য করেছে। ভারতীয়রা সবসময় নেপালের মঙ্গল কামনা করে।”

এই মুহূর্তে

আরও পড়ুন