কলকাতা মেট্রোর পরিধি আগের থেকে যতই বৃদ্ধি পাক, তার পরিষেবা নিয়ে হাজার হাজার প্রশ্ন উঠছে। প্রতিদিনই মেট্রোর শ্লথ পরিষেবার জন্য এমন ভিড় দেখা যাচ্ছে যে কেউ কেউ এটিকে ‘বনগাঁ লোকাল’ বলে কটাক্ষও করছেন। এরই মধ্যে আরও খারাপ খবর। রাতের স্পেশ্যাল মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে।
কলকাতা মেট্রোর ব্লু লাইনে রাতের বিশেষ পরিষেবা আপাতত বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। বলা হয়েছে, ৩ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার থেকে কবি সুভাষ থেকে রাত ১০টা ৪০-এর যে বিশেষ ট্রেন দমদম যেত, সেটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
আরও পড়ুনঃ তুঙ্গে তরজা! বেপরোয়া গতি! রাইটার্স বিল্ডিংয়ের সামনে সেনার ট্রাক আটকে দাবি পুলিশের
শহিদ ক্ষুদিরাম থেকে এতদিন রাত ১০টা ৪০ মিনিটে ছাড়ত লাস্ট মেট্রো (স্পেশ্যাল)। কিন্তু নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ক্ষুদিরাম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৩ মিনিটে, যা দমদমে পৌঁছবে রাত ১০টা ২৯-এ। অন্যদিকে দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮-এ এবং ক্ষুদিরামে পৌঁছবে রাত ১০টা ২৫-এ।
গত বছর কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (PIL) হয়েছিল। তাতে আর্জি জানানো হয়েছিল, শেষ মেট্রোর সময় বাড়ানোর। এই প্রেক্ষিতে আদালতও বলেছিল যে, এমনটা হলে যাত্রীদের সুবিধাই হবে কারণ প্রচুর মানুষ রাত করে বাড়ি ফেরেন। হাইকোর্টের এই পর্যবেক্ষণের পর কলকাতা মেট্রো কর্তৃপক্ষও স্পেশ্যাল মেট্রোর ঘোষণা করে। তবে এক বছরের মাথাতে তা বন্ধও করে দেওয়া হল।
রাতের মেট্রোতে বিশাল ভিড় না হলেও প্রচুর মানুষের যে সুবিধা হচ্ছিল তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে বলা যায়, মেট্রোর এই সিদ্ধান্তে অফিস ফেরত বহু যাত্রীদের সমস্যা হবে। যদিও মেট্রো কর্তৃপক্ষ এমনটা মনে করছেন না। সূত্রের খবর, বর্তমানে বিকল্প অনেক যাতায়াতের ব্যবস্থা রয়েছে এমনটা ভেবেই রাতের ট্রেন বন্ধ করেছে তাঁরা। যদিও অনেকেই মনে করছেন, পর্যাপ্ত পরিমাণ রেক এবং চালক না থাকাটাই মূল কারণ।
আরও পড়ুনঃ মেয়র পারিষদ পদ থেকে সরানো হল শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী দত্তকে
সম্প্রতি নতুন তিনটি মেট্রো রুট চালু হওয়ার পর থেকেই ব্লু লাইনে নানা সমস্যার অভিযোগ উঠেছে। কখনও সময়ের থেকে দেরিতে ট্রেন চলা, কখনও আবার বারবার পরিষেবায় বিঘ্ন – যাত্রীদের ভোগান্তি বেড়েই চলছে। এই পরিস্থিতিতে রাতের বিশেষ পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্তে ক্ষোভ বাড়বে বলেই অনুমান।
ইতিমধ্যে রক্ষণাবেক্ষণের কারণে কবি সুভাষ স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। ফলে ব্লু লাইনের (দক্ষিণেশ্বর-কবি সুভাষ) প্রান্তিক স্টেশন এখন শহিদ ক্ষুদিরাম। তবে ট্রেনের লাইন পরিবর্তনের সমস্যা থাকায় শহিদ ক্ষুদিরামে বহু ট্রেন যাচ্ছে না। এতে একই লাইনে ট্রেন দাঁড়িয়ে পড়ে এবং যাত্রীদের ভোগান্তি বেড়ে যাচ্ছে।
সব মিলিয়ে কলকাতা মেট্রোর স্থিতি কবে বদলাবে, সেটাই সবথেকে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।