Saturday, 2 August, 2025
2 August, 25
HomeদেশTATA Electronics, BEL: বিদেশি কোম্পানিকে টক্কর! আসরে Tata, Bharat Electronics

TATA Electronics, BEL: বিদেশি কোম্পানিকে টক্কর! আসরে Tata, Bharat Electronics

কেন্দ্রীয় সরকারি সংস্থা ঘোষণা করেছে যে তারা ইতিমধ্যেই টাটা ইলেকট্রনিক্সের সঙ্গে একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মউ স্বাক্ষর করেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ইলেকট্রনিক্সের দুনিয়ায় যে জিনিসটার প্রয়োজন সবচেয়ে বেশি তা হল সেমি কন্ডাক্টার। আগেই আমরা জেনেছি যে কলকাতায় সেমি কন্ডাক্টার ফ্যাব্রিকেশন হাব তৈরি করতে চলেছে গ্লোবাল ফাউন্ডারিস। আর এবার খবর এল ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের তরফ থেকে। এই কেন্দ্রীয় সরকারি সংস্থা ঘোষণা করেছে যে তারা ইতিমধ্যেই টাটা ইলেকট্রনিক্সের সঙ্গে একটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা মউ স্বাক্ষর করেছে। যার ফলে, আগামীতে তারা একসঙ্গে সেমি কন্ডাক্টার তৈরি করার দিকে এগোবে।

আরও পড়ুন: সপ্তাহের শুরুতেই সর্বার্থ সিদ্ধি যোগ, মহাদেবের আশীর্বাদ বড় চমক এই চার রাশির

একটি এক্সচেঞ্জ ফাইলিংয়ের মাধ্যমে জানা গিয়েছে জুন মাসের ৫ তারিখ টাটা গ্রুপের হেডকোয়ার্টার বোম্বে হাউসে এই মউ স্বাক্ষর হয়। ভারত ইলেকট্রনিক্সের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মনোজ জৈন ও টাটা ইলেকট্রনিক্সের সিইও এবং এমডি ডক্টর রণধীর ঠাকুরের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: আক্রমণ করতেই পারে রাশিয়া, আশঙ্কা জার্মানির! বাঙ্কার তৈরির সিদ্ধান্ত

এই চুক্তি অনুযায়ী ভারত ইলেকট্রনিক্স ও টাটা সেমি কন্ডাক্টার ফ্যাব্রিকেশন (Fab), আউটসোর্সড সেমি কন্ডাক্টার অ্যাম্বলি ও টেস্ট (OSAT) এবং ডিজাইন সার্ভিসের মতো সম্পূর্ণ সহযোগিতা করবে। পুরো বিষয়টার একটাই লক্ষ্য,ভারত ইলেকট্রনিক্সের সেমি কন্ডাক্টারের যে প্রয়োজনীয়তা তা পূর্ণ করা। এই তালিকায় রয়েছে মাইক্রো কন্ট্রোলারস (MCUs), সিস্টেম অন চিপ (SoCs), মনোলিথিক মাইক্রোওয়েভ ইন্টিগ্রেটেড সার্কিটস (MMICs) ও অন্যান্য বিভিন্ন প্রসেসর।

এই মুহূর্তে

আরও পড়ুন