Monday, 4 August, 2025
4 August, 25
Homeরাজ্যটাটা শীত! আজ থেকে হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা

টাটা শীত! আজ থেকে হুড়মুড়িয়ে বাড়বে তাপমাত্রা

২০ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভরা ডিসেম্বরে শীতের দাপুটে ব্যাটিং। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে লাফ দিয়ে নেমেছে পারদ। ৫ ডিগ্রি মতো তাপমাত্রা কমেছে শহরে। তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে নিম্নচাপের প্রভাবে সোমবার থেকে বাংলার আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। নতুন সপ্তাহের শুরুতে কেমন থাকবে আবহাওয়া? বৃষ্টি কি হবে? শীত কেমন থাকবে? দেখুন আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস।

রাজ্যে কমবে শীত, ফের বাড়বে তাপমাত্রা

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেতে পারে রাতের তাপমাত্রা। সোমবারের পর থেকে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের আমেজ বজায় থাকবে। শৈত্যপ্রবাহের সম্ভাবনাও নেই আপাতত।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী তিন থেকে চার দিন ঠান্ডা কম থাকবে গোটা রাজ্যেই। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। গাঙ্গেও পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২- ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা। হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। আপাতত গোটা রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কুয়াশার প্রভাব না থাকায় আকাশ পরিষ্কার থাকবে।

এদিকে ২০ ডিসেম্বর পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরের সর্বত্র। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি হবে না। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদায় কুয়াশা থাকবে। তবে কোথাও আপাতত আর সতর্কতা জারি নেই।

DateSunriseSunset
Tue, Dec 17th 202406:12 AM04:55 PM
Wed, Dec 18th 202406:12 AM04:56 PM
Thu, Dec 19th 202406:13 AM04:56 PM
Fri, Dec 20th 202406:13 AM04:57 PM
Sat, Dec 21st 202406:14 AM04:57 PM

এই মুহূর্তে

আরও পড়ুন