এশিয়া কাপে পাকিস্তানকে হারানোর পরই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের মুখে পহেলগাঁও জঙ্গিহানার কথা। পরিষ্কার জানিয়ে দিলেন, পহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের পরিবারের প্রতি ভারতীয় দলের তরফ থেকে সমবেদনা জানাচ্ছেন। একই সঙ্গে এই জয় সূর্য উৎসর্গ করছেন ভারতীয় সেনাবাহিনীকে।
আরও পড়ুনঃ কলকাতায় প্রধানমন্ত্রী; পৌঁছলেন রাজভবন, সোমবার ফোর্ট উইলিয়ামে সম্মেলন
রবিবার ছিল সূর্যর জন্মদিন। সেটা আরও স্পেশাল হয়ে উঠল পাকিস্তানকে হারিয়ে। তিনি নিজে ৪৭ রানে অপরাজিত থাকেন। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন। ভারত ম্যাচ জেতে ৭ উইকেটে। আর সব শেষে এসে সূর্যর বক্তব্যে মুগ্ধ দেশের ক্রিকেটভক্তরা। তিনি বলেন, “আমরা পহেলগাঁও জঙ্গিহানায় নিহতদের পরিবারের পাশে আছি। তাঁদের জন্য আমাদের সমবেদনা রইল। আর আমাদের আজকের জয় ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করতে চাই। তারা এভাবেই আমাদের অনুপ্রাণিত করুক।”
আরও পড়ুনঃ ‘হিংসায় মদতদাতাদের ছাড় নয়’, হুঙ্কার সুশীলার
সূর্যর এই মন্তব্য সব দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পহেলগাঁও জঙ্গিহানায় নিহত হয়েছিল ২৬ জন নিরীহ প্রাণ। তারপর ভারতের তরফ থেকে ‘অপারেশন সিঁদুর’ও ঘটে। তারপরও কেন ক্রিকেট মাঠে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী? যা নিয়ে উষ্মা ছিল ক্রিকেটভক্তদের মধ্যে। ‘বয়কটে’র দাবিও উঠেছে বিভিন্ন মহলে। একটা অংশের মত, হিংসা আর খেলাধুলো একসঙ্গে চলতে পারে না। যেখানে পাকিস্তানকে পুরোপুরি ‘বয়কটে’র কথা হচ্ছে, সেখানে ক্রিকেট মাঠে কেন ‘বয়কট’ নয়? বিসিসিআই অবশ্য বারবার ম্যাচ খেলার কথা বলেছে। সূর্যরাও এই নিয়ে আলাদা করে কিছু বলেননি। কিন্তু ওই যে বলে না, সবকিছুরই একটা মঞ্চ থাকে। বাইশ গজে পাকিস্তানকে বিধ্বস্ত করে সূর্য সেই নিয়ে মুখ খুললেন।
প্রসঙ্গত রবিবার নিয়মমাফিক টস করতে নামেন দুই অধিনায়ক। কিন্তু টস হয়ে যাওয়ার পর প্রথা মেনে তাঁরা করমর্দন করেননি। একে অপরকে ম্যাচের জন্য শুভেচ্ছাও জানাননি। তবে সৌজন্য না দেখালেও দুই দলের কেউই বিপক্ষকে অসম্মান করেননি।