Wednesday, 15 October, 2025
15 October
HomeদেশOil Kumar: ৩০ বছর ধরে ইঞ্জিন-অয়েল খেয়েই দিব্যি সুস্থ ‘তেলকুমার’

Oil Kumar: ৩০ বছর ধরে ইঞ্জিন-অয়েল খেয়েই দিব্যি সুস্থ ‘তেলকুমার’

ইনস্টাগ্রামে তাঁর একটি পোস্টে তিনি কয়েক দশকের পুরনো অভ্যাসের কথা শেয়ার করেছেন৷

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ভাত-ডাল-রুটি-সবজি-ফলমূল কিছুই খান না তিনি৷ তার বদলে যা খান, তার কারণেই শিরোনামে এসেছেন কর্নাটকের এক যুবক৷ তিনি ‘ইঞ্জিনের তেল’ খেয়ে বেঁচে আছেন৷ সোশ্যাল মিডিয়ায় তাঁর জীবনযাপন এখন ভাইরাল৷ ইনস্টাগ্রামে তাঁর একটি পোস্টে তিনি কয়েক দশকের পুরনো অভ্যাসের কথা শেয়ার করেছেন৷ জানিয়েএছন গত ৩০ বছরেরও বেশি সময় ধরে তিনি ইঞ্জিনের তেল খেয়ে দিব্যি আছেন৷

আরও পড়ুনঃ ১০০০ টাকায় নয়, মাত্র ১০ টাকায় ইলিশ! কিনবেন?

‘তেল কুমার’ নামে পরিচিত এই যুবক কর্নাটকের শিবমোগা জেলার বাসিন্দা বলে মনে করা হচ্ছে। ইনস্টাগ্রাম পোস্টে উল্লেখ করা হয়েছে যে তাঁর প্রতিদিনের খাওয়ার মধ্যে প্রায় সাত থেকে আট লিটার ইঞ্জিন তেল রয়েছে। এর পাশাপাশি, তিনি নিয়মিত চা-ও পান করেন। চা একটি সাধারণ পানীয় হলেও, মোটর তেল অত্যন্ত বিষাক্ত এবং খাওয়ার জন্য বিপজ্জনক।

আরও পড়ুনঃ যাতায়াত যতবার খুশি; এই কার্ড হাতে থাকলে

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে যে লোকেরা তাঁকে খাবার দিচ্ছিলেন, কিন্তু যুবক তা প্রত্যাখ্যান করেছিলেন। পরিবর্তে, তাঁকে বোতল থেকে ইঞ্জিন তেল পান করতে দেখা গিয়েছে। কয়েক দশক ধরে ইঞ্জিন অয়েল ব্যবহার করে জীবনযাপন করলেও, তাকে কখনও হাসপাতালে ভর্তি করা হয়নি। পোস্টে উল্লেখ করা হয়েছে যে তিনি এমন কোনও জটিল স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হননি যার জন্য চিকিৎসার প্রয়োজন হয়।

ভাইরাল পোস্টটিতে আরও উল্লেখ করা হয়েছে যে তিনি তার বেঁচে থাকাকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করেন। তিনি বিশ্বাস করেন যে ঐশ্বরিক সমর্থন ছাড়া এত বছর ধরে এই অস্বাভাবিক খাদ্যাভ্যাসে বেঁচে থাকা তার পক্ষে সম্ভব হত না।

এই মুহূর্তে

আরও পড়ুন