Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গBankura: ব্যাপক উত্তেজনা বাঁকুড়ায়! DM অফিস অভিযানে তুলকালাম, আটক ৮ ABVP কর্মী

Bankura: ব্যাপক উত্তেজনা বাঁকুড়ায়! DM অফিস অভিযানে তুলকালাম, আটক ৮ ABVP কর্মী

এবিভিপির জেলা শাসক দফতরে বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ায়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সূর্য্যকান্ত চৌধুরী, বাঁকুড়াঃ

এবিভিপির জেলা শাসক দফতরে বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ায়। প্রবল বৃষ্টির মধ্যেই এবিভিপি কর্মীরা বাঁকুড়ার জেলা শাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ ও এবিভিপি কর্মীদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের অভিযোগ তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে লাঠিচার্জ করেছে পুলিশ। যদিও অভিযোগ মানতে চায়নি পুলিশ। পুলিশ ৮ জন বিক্ষোভকারীকে আটক করেছে।

আরও পড়ুনঃ আকাশে কালো মেঘের ঘনঘটা, তুমুল বৃষ্টি-দুর্যোগ আসছে, ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝড়-বাজের সতর্কতা জারি!

ওবিসি জটে থমকে থাকা রাজ্যের সমস্ত কলেজে ছাত্র ভর্তি প্রক্রিয়া শুরু, ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল কলেজের কাউন্সেলিং প্রক্রিয়া শুরু ও অবিলম্বে কলেজে কলেজে ছাত্র সংসদের নির্বাচনের দাবিতে এদিন বাঁকুড়ার জেলা শাসকের দফতরে বিক্ষোভের ডাক দেয় ছাত্র সংগঠন এবিভিপি। মুষলধারে প্রবল বৃষ্টির মাঝেই এবিভিপি কর্মীরা মিছিল করে বাঁকুড়ার জেলা শাসকের দফতরের দিকে এগোলে আইজি অফিস মোড়ের কাছে ব্যরিকেড করে পুলিশ মিছিলের পথ আটকায়। ব্যাপক উত্তেজনা তৈরি হয় এলাকায়।

আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে স্টেটাস দিয়ে আত্মঘাতী ছাত্রী, বাঁচাতে গিয়ে আক্রান্ত তিন বন্ধু

রাস্তায় বসে বিক্ষোভ দেখানোর সময় আচমকাই এবিভিপির সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। এবিভিপির দাবি, পুলিশ শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের উপর নির্বিচারে লাঠিচার্জ করে। পুলিশ লাঠিচার্জের কথা মানতে চায়নি। পুলিশের দাবি, বিক্ষোভকারীরা ব্যরিকেড ভেঙে জেলা শাসকের দফতরের দিকে এগোতে চাইলে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি বেধে যায়। ঘটনায় পুলিশ মোট আট জন বিক্ষোভকারীকে আটক করেছে। ঘটনাকে কেন্দ্র করে জেলার রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়ে গিয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন