আবারও ভূমিকম্প আফগানিস্তানে। ৬.৩ মাত্রার জোরাল ভূমিকম্প অনুভূত হল উত্তর আফগানিস্তানে। সোমবার মধ্য রাতে এই ভূমিকম্প হয় আফগানিস্তানের হিন্দুকুশ প্রদেশে। কয়েক সেকেন্ডেই তছনছ হয়ে যায় সব। বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এখনও প্রশাসনের তরফে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি। চলছে উদ্ধারকাজ।
আরও পড়ুনঃ দেবীপক্ষ! স্বপ্নপূরণ, ভারতকন্যারা বিশ্বচ্যাম্পিয়ন; শুভেচ্ছা মোদী, মমতা ও শুভেন্দুর
একদিকে উত্তর আফগানিস্তানে যেমন ৬.৩ মাত্রার ভূমিকম্প হয়, তেমনই দেশের সবথেকে বড় শহর মাজ়ার-ই-শরিফেও ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ৫ লক্ষেরও বেশি বাসিন্দার এই শহরে ভূপৃষ্ট থেকে ২৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল।
এই শক্তিশালী ভূমিকম্পের পরই মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে কমলা সতর্কতা জারি করা হয়। এই সতর্কতা জারির অর্থ জোরাল ভূমিকম্পের প্রভাব ভয়ঙ্কর হতে পারে। বিপুল প্রাণহানির আশঙ্কা এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে ক্ষয়ক্ষতি হতে পারে।
আরও পড়ুনঃ ভিন্গ্রহী চর! আমেরিকায় সরকারি অচলাবস্থা না কি ইচ্ছাকৃত ভাবেই কাজকর্ম বন্ধ? প্রশ্ন উঠছে
আফগান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতরের তরফেও জানানো হয়েছে যে সকাল হলেই ক্ষয়ক্ষতির আন্দাজ করা যাবে।
প্রসঙ্গত, একাধিক ফল্ট লাইনের উপরে অবস্থিত হওয়ায় প্রাণসময়ই ভূমিকম্প হয় আফগানিস্তানে। তবে সম্প্রতি কয়েক মাসে আফগানিস্তানে প্রতিটি ভূমিকম্পই জোরাল ছিল। গত ৩১ অগস্ট পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। ওই ভূমিকম্পে কমপক্ষে ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালের অক্টোবর মাসে আফগানিস্তানে যে ভূমিকম্প হয়েছিল, তাতে ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল। এই ভূমিকম্পও কত মানুষের প্রাণ কাড়ে, তা নিয়েই বাড়ছে উদ্বেগ।





