ফের উত্তরাখণ্ডে হড়পা বান। ভয়ঙ্কর অবস্থা উত্তর কাশীর। হর্ষিলে মেঘ ভাঙা বৃষ্টি। সাধারণত জলের তীব্র স্রোত দেখা গেলেও এবার এক্কেবারে জলের সঙ্গে কাদা-পাথরের স্রোত নামল পাহাড়ি নদীতে। এগিয়ে গেল জনবসতির উপর দিয়ে। বহু মানুষের প্রাণহানির আশঙ্কা। ইতিমধ্যেই নিখোঁজ ৬০ জন। ওয়াকিবহাল মহলের ধারণা, বৃষ্টির ফলে পাহাড়ে কোনও অংশে বড় ধস নেমে থাকতে পারে। সেই ধসের জেরে কাদা-পাথর সোজা নদীতে নেমে এসেছে।
আরও পড়ুনঃ ‘ভাইপোর নির্দেশে মেরে ফেলার জন্য হামলা’; ভয়ংকর অভিযোগ শুভেন্দুর
যে অঞ্চলে এই ধস নেমেছে সেটি আসলে উত্তর কাশী থেকে গঙ্গোত্রীর দিকে যাচ্ছে। তাতেই ভয়ঙ্কর বিপর্যয়ের সাক্ষী ধরালী গ্রাম। এই গ্রামও গঙ্গোত্রীর খুব কাছেই বলে জানা যাচ্ছে। ইতিমধ্য়েই ভেসে গিয়েছে ধরালি গ্রামের বহু বাড়ি, হোটেল।
আরও পড়ুনঃ পুত্রদা একাদশীতে ইন্দ্র যোগ, কর্মক্ষেত্রে গোপন শত্রুর জন্য উন্নতিতে বাধা
ইতিমধ্যেই একটি ভিডিয়ো সামনে এসেছে। তাতেই দেখা যাচ্ছে প্রকৃতির রুদ্ররূপ। বিশাল সেই কাদা-পাথরের স্রোতের মধ্যেই চোখের পলকে মিশে যাচ্ছে পাহাড়ের ঢালে থাকা একাধিক বাড়ি। রীতিমতো টানতে টানতে নিচের নদীতে নিয়ে গিয়ে ফেলছে। বিগত কয়েক বছরের দিকে নজর দিলে দেখা যাবে উত্তরাখণ্ডে হড়পা বান যে একেবারে চেনা ছবি হয়ে দাঁড়িয়েছে। বছর বছর নেমে আসছে ভয়ঙ্কর বিপর্যয়। এবার ফের সেই একই ছবি। তীব্র আতঙ্ক গোটা এলাকায়।