Saturday, 2 August, 2025
2 August, 25
HomeদেশJ&K Encounter: ৩-৪ জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনা, উপত্যকায় সকাল থেকেই ঘনঘন গুলির...

J&K Encounter: ৩-৪ জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনা, উপত্যকায় সকাল থেকেই ঘনঘন গুলির শব্দ

সূত্রের খবর, তিন থেকে চারজন জঙ্গি আটকা পড়েছে। তাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

জম্মু-কাশ্মীরে ফের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই নিরাপত্তা বাহিনীর। পুলিশের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় শুরু হয়েছে এই গুলির লড়াই। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই এলাকায় লুকিয়ে রয়েছে তিন-চার জন জঙ্গির একটি দল। গোপন সূত্রে সেই খবর পেয়েই সেখানে হানা দেয় নিরাপত্তাবাহিনী। তার পরেই শুরু হয় গুলির লড়াই। ইতিমধ্যেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। জঙ্গিদের ছোড়া গুলি প্রতিহত করার পাশাপাশি পাল্টা জবাব দিচ্ছেন নিরাপত্তাবাহিনীর সদস্যেরাও।

আরও পড়ুন: পাক চরের বাঙালি বউয়ের রহস্যমৃত্যু! আজাদের পরিচয় জেনে ফেলতেই কি পুড়িয়ে দেওয়া হয়েছিল জলজ্যান্ত সুচন্দ্রাকে?

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই জম্মু এবং কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসদমন অভিযানে আরও জোর দেওয়া হয়েছে। জঙ্গিদের সম্ভাব্য গতিবিধির খবর পাওয়ার পর ধারাবাহিক ভাবে তল্লাশি চালানো হচ্ছে দক্ষিণ কাশ্মীরে। গত ১৩ মে থেকে ১৫ মে-র মধ্যে শোপিয়ান এবং পুলওয়ামার ত্রাল এলাকায় পৃথক দু’টি অভিযানে মোট ছয় জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

আরও পড়ুন: ‘মৃত্যুমুখ থেকে ফিরলাম’, দুর্যোগে পড়া বিমানে ছিলেন তৃণমূল সাংসদরাও

পহেলগাঁও কাণ্ড-পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন প্রান্তে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছিল। তবে ওই হত্যালীলায় জড়িত কোনও জঙ্গি এখনও ধরা পড়েনি। এরই মধ্যে গত ৬ মে রাতে শুরু হয় ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’। ওই সামরিক অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে চিহ্নিত ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। একই সঙ্গে পহেলগাঁও কাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজও জারি রয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন