কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎবাবাকে গ্রেপ্তার করল পুলিশ। এনজেপি থানা এলাকার ঘটনা। শনিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। বিচারক ধৃতের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুনঃ শিশুমৃত্যু ও চিকিৎসার অবস্থার অভিযোগ; খানাকুল গ্রামীণ হাসপাতালে উত্তেজিত জনতার বিক্ষোভ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের ওই ব্যক্তির সঙ্গে এনজেপি থানা এলাকার এক মহিলা দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। মহিলার আগের পক্ষের ১৩ বছরের নাবালিকা মেয়ে রয়েছে। সেই মেয়েকে সঙ্গে নিয়ে মহিলা দ্বিতীয় স্বামীর বাড়িতে সংসার শুরু করেন। কয়েকদিন আগে মেয়েকে বাড়িতে রেখে ওই মহিলা কাজের সূত্রে বাইরে গিয়েছিলেন। অভিযোগ, বাড়িতে ফাঁকা থাকার সুযোগে সৎবাবা নাবালিকাকে ধর্ষণ করে। পাশাপাশি বিষয়টি কাউকে জানালে পরিণতি ভালো হবে না, এই হুমকিও দেয়।
ভয়ে নির্যাতিতা প্রথমে বিষয়টি কাউকে জানায়নি। পরে সে গোটা ঘটনা তার দাদু ও দিদাকে জানায়। নাতনির থেকে সব শুনে দাদু-দিদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শনিবার রাতে অভিযুক্ত সৎবাবাকে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। নির্যাতিতার অভিযোগ, সৎবাবা নানা অছিলতায় তার শরীর স্পর্শ করত।
আরও পড়ুনঃ বয়স ২১, কেউ ৩৫, বাস ছুটছিল অন্ধ গলিতে; নারী পাচারের ‘করিডর’ হয়ে উঠেছে উত্তরবঙ্গ!
সম্প্রতি স্ত্রী বাইরে যেতেই নাবালিকা সৎমেয়েকে ধর্ষণ করেছে অভিযুক্ত। মেয়েটির দাদুর কথায়, ‘নাতনির সঙ্গে যা হয়েছে, তা জঘন্য অপরাধ। নাতনি আমাদের সবটা জানানোর পর আমরা পুলিশের দ্বারস্থ হই। জামাই এমন ঘটনা ঘটাবে তা কল্পনাও করিনি। ওর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। কোনওভাবেই ঘটনাটি মেনে নিতে পারছি না আমরা।’
নির্যাতিতার মায়ের কথায়, ‘মেয়ের উপর যে স্বামীর কুনজর পড়বে, তা ভাবিনি। মেয়ে এখন আতঙ্কে রয়েছে। সুবিচার চাইছে।’ পুলিশ ঘটনার তদন্ত করছে।