Sunday, 3 August, 2025
3 August, 25
HomeদেশTripura: কান্নায় ভাসলেন ক্ষতিগ্রস্থ দোকানীরা, সিপিআই(এম) এর বিক্ষোভ

Tripura: কান্নায় ভাসলেন ক্ষতিগ্রস্থ দোকানীরা, সিপিআই(এম) এর বিক্ষোভ

বুলডোজার দিয়ে দোকান ভেঙে দেয় প্রশাসন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

যশপাল সিং, ত্রিপুরা:

আগরতলা পুর নিগমের পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ভাঙ্গা হলো লেইক চৌমুহনী বাজার। বৃহস্পতিবার ভোররাতে বুলডোজার দিয়ে দোকান ভেঙে দেয় প্রশাসন। যদিও এ বিষয়ে একাধিকবার বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়। গতকালও মাইক যোগে প্রচার করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। এদিন দোকান ভাঙার খবর পেয়ে ছুটে আসেন ব্যবসায়ীরা।

দোকানীরা এই অবস্থা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনো পথ খুঁজে পাননি। ক্ষতিগ্রস্থ দোকানীরা এই অবস্থায় পরিবার নিয়ে কোথায় যাবেন এই প্রশ্নই তাদের কুড়ে কুড়ে খাচ্ছিল। এদিন বাজারের ব্যবসায়ীরা একত্রিত হয়ে ক্ষোভ প্রকাশ করেন।

যদিও পুর নিগমের মেয়র স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যাদের কাছে বৈধ কোনও কাগজ নেই বা যারা অবৈধভাবে বাজার দখল করে রেখেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানিয়েছেন এত বছর তাদের ব্যবসা করতে গিয়ে কোনও সমস্যাতেই পড়তে হয়নি।

সবকিছু ঠিক ছিল। কিন্তু হঠাৎ করে এই উচ্ছেদের ফলে বর্তমানে রাস্তায় বসে গেছেন ব্যবসায়ীরা। এই অবস্থায় স্থায়ী সমাধান ও সরকারি সাহায্যের দিকে তাকিয়ে আছেন ব্যবসায়ীরা। এই অভিযানের খবর পেয়ে লেইক চৌমুহনী বাজারে আসেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

তিনি কথা বলেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সঙ্গে। তাদের সাথে কথা বলে সরকারি সাহায্যের পাশাপাশি স্থায়ী সমাধানের আশ্বাসও দেন মেয়র।

আরও পড়ুন: Kolkata Metro: সরছে বিটি রোডের পাইপ! ব্যারাকপুর-বরানগর মেট্রো

এদিকে বর্তমান জোট সরকারের বুলডোজারের হানায় বিধ্বস্ত লেইক চৌমুহনী বাজার পরিদর্শন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআই(এম) নেতৃত্বরা। তারা কথা বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে। বিকল্প ব্যবস্থা না করে লেইক চৌমুহনী বাজারে অমানবিক উচ্ছেদের প্রতিবাদে পরবর্তী সময় আগরতলা পুর নিগমের সামনে লালঝান্ডার বিক্ষোভ সভা সংগঠিত করে সিপিআই(এম)।

সভায় বক্তব্য রাখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য সিপিআই(এম) নেতৃত্বরা। মানিক সরকার বলেন, অমানবিক সরকার। এদের মানবিকতার লেশ মাত্র নেই। অপরদিকে বাজার ব্যবসায়ীদের বক্তব্য, বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদের ফলে এখন যারপরনাই তারা চিন্তিত। কারোর কারোর পরিবারে রয়েছেন ১০৩২৩ চাকুরীচ্যুত শিক্ষক। এখন শেষ অবলম্বনটুকু হারিয়ে কোথায় যাবেন তারা?

আরও পড়ুন: South Dinajpur: বুনিয়াদপুর রেলপথ সম্প্রসারণের লক্ষ্যে জমি অধিগ্রহণ

এদিকে কোটিপতি এবং করপোরেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেই কেন? লেইক চৌমুহনী বাজারে উচ্ছেদ ইস্যুতে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা তথা সিপিআই(এম) রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী।

এই মুহূর্তে

আরও পড়ুন