“পুরুষ “
সৌমেন মুখোপাধ্যায়
পরিশ্রমের কারখানা
টাকার খনি
অপমান সহ্যের অসীম ক্ষমতা
তার নাম – পুরুষ।
সন্তান পালন করার ক্ষেত্রে যার চোখে পড়ে জল, মাথা থেকে পড়ে ঘাম, তার নাম- পুরুষ।
“সংসার সুখের হয় রমণীর গুণে” হার মানে পুরুষের কঠোর পরিশ্রমের কাছে, পুরুষের ধৈর্য্য শক্তির কাছে।
টাকাই হল পুরুষের নাম
টাকাই হল শক্তি
আর টাকাই হল পুরুষের ক্ষমতা।
সংসারের ভার বয়তে গিয়ে আজ পুরুষ ক্লান্ত।
শরীর আজ তার ভগ্ন।
হাজার হাজার রোগ বাঁধা বাঁধে পুরুষের শরীরে।
পুরুষ মানেই ছাত্র- ছোট্ট বেলায় গুরুর, বিবাহিত জীবনে মা আর স্ত্রীর আর পরে সন্তানের।
সংসার আর সমাজের ভার বয়তে গিয়ে পুরুষের শিড়দাঁড়া আজ ভগ্ন।
বেকার যুবকদের ঠিকানা হয় ফুটপাতে আর ধনীদের হয় অট্টালিকায়।
কষ্টের সময় পুরুষের হাসি বার হয় বুক চিরে, আর সুখ পায় শশ্মানে চিতার আগুনে।
পুরুষ মানে যন্ত্রণার আতুরঘর,
পুরুষ মানে ভালোবাসার আঘাতে মৃত ব্যক্তি।
পুরুষ বাঁচে সবার জন্য কিন্তু পুরুষের জন্য বাঁচে কোন প্রাণী ?