Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গJhalda: ভারতীয় জনতা পার্টির গণডেপুটেশন; ঝালদা ২ নম্বর ব্লক বি এল আর...

Jhalda: ভারতীয় জনতা পার্টির গণডেপুটেশন; ঝালদা ২ নম্বর ব্লক বি এল আর অফিসে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সঞ্জয় সিং মাহাতো, কোটশিলা:

এবার বালি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে ভারতীয় জনতা পার্টি বালির দাম নির্ভরণ ও বালির কালোবাজারি বন্ধ করার দাবিতে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে  প্রতিনিধির ডেপুটেশন দেওয়া হল। ঝালদা দু নম্বর ব্লকের বিএলআর অফিসে অবৈধভাবে নদীর বালির চুরির প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ঝালদা দু’নম্বর ব্লকের ভূমি দপ্তর অফিসের প্রাঙ্গণে জমায়েত হয়।

আরও পড়ুন: খোয়াইয়ে পুলিশের অভিযানে উদ্ধার ব্রাউন সুগার

ভারতীয় জনতা পার্টির সকল সদস্য বৃন্দ এই দিন উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য শ্রী প্রতি মাহাতো, মন্ডল ৪-এর সভাপতি হরিপদ মাহাতো মন্ডল ৫-সভাপতি বাঘাম্বার কুমার, জেলা এক্স সার্ভিস ম্যান সেল এর কনভেনার রামকৃষ্ণ মাহাতো জেলা সেক্রেটার পরান মাহাতো ওবিসি মোর্চা জেলা কমিটির সদস্য আষাড়ি মাহাতো যুব মোর্চার সদস্য শচীন কুমার, এবং ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য।

এই মুহূর্তে

আরও পড়ুন