গোটা দেশে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের (এনএফএসএ) আওতায় থাকা প্রায় ৮.৫১ কোটি রেশন গ্রাহকের বৈধতা যাচাইয়ে নেমেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের নির্দেশে রাজ্য সরকারগুলিকে বলা হয়েছে, অবৈধ রেশন কার্ডধারীদের চিহ্নিত করে দ্রুত কার্ড বাতিল করতে হবে।
আরও পড়ুনঃ এ কি কাণ্ড! ফোর্ট উইলিয়ামের সামনে গাড়িতে আচমকা আগুন; ব্য়াপক চাঞ্চল্য এলাকায়
কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের সাম্প্রতিক পর্যালোচনা রিপোর্ট অনুযায়ী, মোট ৮ কোটি ৫১ লক্ষ ৫৭ হাজার ২৪২ জন গ্রাহকের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই রাজ্যগুলি ২ কোটি ৭৫ লক্ষ গ্রাহক সম্পর্কে অনুসন্ধান সম্পন্ন করে ২ কোটি ১০ লক্ষ ৯৬ হাজার ৪০৬ জনের রেশন কার্ড বাতিল করেছে।
রিপোর্টে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গে ১৭ লক্ষ ২৯ হাজার ৮০২ জন গ্রাহকের নাম যাচাইয়ের তালিকায় ছিল, যার মধ্যে ৩ লক্ষ ৫৩ হাজার ৩০৯ জনের কার্ড ইতিমধ্যেই বাতিল হয়েছে।
জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় দেশে প্রায় ৮১ কোটি মানুষ সস্তা দামে চাল ও গম পান। এর মধ্যে প্রায় ৮ কোটি ৫১ লক্ষ গ্রাহকের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গে এই প্রকল্পের আওতায় রয়েছেন প্রায় ৬ কোটি ২ লক্ষ রেশন গ্রাহক।
খাদ্যমন্ত্রকের পর্যালোচনা অনুযায়ী, আধার নম্বর না-থাকা, বায়োমেট্রিক যাচাই ব্যর্থ হওয়া, মৃত্যুর পরেও কার্ড চালু থাকা, কিংবা আর্থিকভাবে সম্পন্ন ব্যক্তিদের কার্ড রাখা, এই সব কারণেই সন্দেহভাজন গ্রাহকদের তালিকা তৈরি হয়েছে।
রাজ্য খাদ্য দফতরও এ ব্যাপারে খোঁজখবর শুরু করেছে। আধারবিহীন বা যাচাইবিহীন গ্রাহকদের ক্ষেত্রে বাড়ি গিয়ে যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। তাতে প্রায় ১০ লক্ষ ৭৫ হাজার রেশন কার্ডধারীকে চিহ্নিত করা হলেও দেখা যায়, এর মধ্যে ১০ লক্ষ ৪১ হাজারই পাঁচ বছরের কমবয়সি শিশু, যাদের আধার এখনও তৈরি হয়নি।