Tuesday, 14 October, 2025
14 October
Homeদক্ষিণবঙ্গBankura: বাঁকুড়ার জেলা পরিষদ অডিটোরিয়াম হলে উদযাপন হলো দ্বাদশ কন্যাশ্রী দিবস

Bankura: বাঁকুড়ার জেলা পরিষদ অডিটোরিয়াম হলে উদযাপন হলো দ্বাদশ কন্যাশ্রী দিবস

স্বল্প ভাষণের মাধ্যমে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্পে বাঁকুড়া জেলার স্থান প্রথম ঘোষণা করেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সৌমেন মুখোপাধ্যায়, বাঁকুড়াঃ

বাঁকুড়া জেলার জেলা পরিষদ অডিটোরিয়াম হলে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব ভাবনা প্রসূত ও আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত “কন্যাশ্রী”র দ্বাদশ তম বর্ষ উদযাপন হলো সকাল  ১১টা থেকে।

এই দ্বাদশ তম কন্যাশ্রী দিবসে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলার সাংসদ মাননীয় অরুপ চক্রবর্তী মহাশয়, সম্প্রতি বাঁকুড়া জেলার ম্যাজিস্ট্রেট ও কালেক্টর মাননীয় শ্রী সিয়াদ এন, আই এ এস, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মাননীয়া অনুসূয়া রায়, অতিরিক্ত ভারপ্রাপ্ত জেলা ম্যাজিস্ট্রেট (উন্নয়ন) মাননীয় শ্রী অরিন্দম বিশ্বাস মহাশয় এবং অনেকেই।

আরও পড়ুনঃ বিতর্কে অরিজিৎ সিং! শান্তিনিকেতনে অভিযোগ দায়ের

সরাসরি মাননীয়া মুখ্যমন্ত্রীর সম্প্রসারণের মাধ্যমে দ্বাদশ কন্যাশ্রী দিবস উদযাপন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। তিনি স্বল্প ভাষণের মাধ্যমে পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্পে বাঁকুড়া জেলার স্থান প্রথম ঘোষণা করেন। দ্বিতীয় স্থান অধিকার করে পূর্ব বর্ধমান আর তৃতীয় স্থান পশ্চিম বর্ধমান। যা বাঁকুড়া জেলার পক্ষে আনন্দের বিষয়। এরপর বাঁকুড়ায় প্রদীপ প্রজ্জলন দ্বারা অনুষ্ঠানের শুভারম্ভ হয়।  উদ্বোধনী সঙ্গীত ( রাজ্য সঙ্গীত) গায় বাঁকুড়ার টাউন গার্লস হাইস্কুলের চারজন ছাত্রী। স্বাগত ভাষণ দেন বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) আধিকারিক মহাশয়। এরপর বক্তব্য রাখেন জেলাশাসক মহাশয়,  সভাধিপতি মহাশয়া, বাঁকুড়া জেলার সাংসদ মহাশয় এবং অনেকেই।

এরপর আবৃত্তি আর নৃত্য পরিবেশনের পর অসাধারণ কৃতিত্ব অর্জনকারী বাঁকুড়া জেলার সেরা পাঁচ জন ছাত্রীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন- 1)  বর্ষা ধূয়াঁ, আঁচুড়ি স্বস্তিক স্মৃতি গার্লস হাইস্কুল, বাঁকুড়া -1 ব্লক। সে একজন সমাজ সেবিকা।  শিশু নির্যাতন ও বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক কার্যকলাপের জন্য।  2) চাঁদান হাঁসদা,  মশানঝাড় আদিবাসী হাইস্কুল, হিড়বাঁধ ব্লকের। সে একজন ছাত্রী এবং সফল হকি খেলোয়াড়। সে 13 তম জুনিয়র বেঙ্গল ইন্টার স্কুল হকি চ্যালেঞ্জ কাপ ও জাতীয় পর্যায়ের জওহরলাল নেহেরু হকি টুর্নামেন্ট খেলেছে। তার অসাধারণ দক্ষতার জন্য  অনেক পুরস্কার তার বিদ্যালয়ে এনেছে। 3) সায়ন্তিকা রক্ষিত,  আকুই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী, ইন্দাস ব্লক। সে একজন পরিবেশ প্রেমী, দূষণের বিরুদ্ধে সচেতনতার অভিযান পরিচালনা করে প্লাস্টিক মুক্ত পরিবেশ গঠনের কাজ করেছে। 4) কৃষ্ণা কিস্কু, সোনামুখী উচ্চ বিদ্যালয়, সোনামুখী মিউনিসিপালিটির একজন ছাত্রী। একজন সফল ফুটবল খেলোয়াড়। তার অসাধারণ দক্ষতার জন্য 2025 সালে কন্যাশ্রী কাপ ফুটবল টুর্নামেন্ট খেলেছে এবং অনেক পুরস্কার ও সে পেয়েছে। 5) অর্কপ্রিয়া রক্ষিত,  বাঁকুড়া সম্মিলনী কলেজ, বাঁকুড়া মিউনিসিপালিটির ব্লকের ছাত্রী, একজন সফল বাচিক শিল্পী। জেলাস্তরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় (আবৃত্তি) প্রথম স্থান অধিকার করে।

আরও পড়ুনঃ ‘কন্যাশ্রী’র ১২ বছর! বার্তা দিলেন মুখ্যমন্ত্রী, পোস্ট অভিষেকেরও

এরপর বাঁকুড়ার জেলার তিনটি বিদ্যালয় – মিশন উচ্চ বিদ্যালয়, ওন্দা গার্লস হাইস্কুল আর শিবদাস সেন্ট্রাল গার্লস হাইস্কুল নাম ঘোষিত হয়। এবং সেরা তিনটি মহাবিদ্যালয়ে নাম- পন্ডিত রঘুনাথ মুর্ম্মূ স্মৃতি মহাবিদ্যালয়,  বাঁকুড়া জিলা সারদামনি মহিলা মহাবিদ্যাপীঠ এবং সোনামুখী কলেজ এর নাম ঘোষিত হয়। সমস্ত কৃতী ছাত্রীদের উত্তরীয় , ফুলের স্তবক, বই, ব্যাগ, মিস্টি দিয়ে সম্মানিত করা হয়। এবং বিশেষ পাঁচজন কৃতী ছাত্রীদের মাননীয়া মুখ্যমন্ত্রী দ্বারা সম্মানমূলক অর্থপ্রদানের (ব্যাঙ্ক একাউন্ট ) দ্বারা সম্মানিত করা হয়।

এই মুহূর্তে

আরও পড়ুন