Tuesday, 19 August, 2025
19 August, 25
Homeদক্ষিণবঙ্গRatha Yatra 2025: দুপুর আড়াইটেয় দিঘায় রথের চাকা গড়াবে

Ratha Yatra 2025: দুপুর আড়াইটেয় দিঘায় রথের চাকা গড়াবে

ব্যারিকেডের সঙ্গে ছোঁয়ানো থাকবে রথের রশি। কাজেই যে কোনও সময় সেই রশি স্পর্শ করতে পারবেন ভক্তরা।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুক্রবার রথযাত্রা। সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রশি টেনে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী। তার আগে বুধবারই দিঘা পৌঁছে গিয়েছেন তিনি। জগন্নাথদেবের মন্দির প্রতিষ্ঠার পরে দিঘায় প্রথম বার অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা উৎসব। সেই কারণে এ বার প্রথম থেকেই বাড়তি গুরুত্ব ও সতর্কতার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে কারণে বৃহস্পতিবারই নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে একপ্রস্থ প্রস্তুতি বৈঠক সেরে ফেলেছেন তিনি। বৈঠকের পর মমতা জানান,  শুক্রবার দুপুর আড়াইটের পর রথের চাকা গড়াবে। শুধু তাই নয়, কখন কী তার একটা স্পষ্ট দিনলিপিও দিয়ে রাখলেন।

আরও পড়ুন: মালদহে শোরগোল! ছেলেদের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

মুখ্যমন্ত্রী জানালেন, রথের দিন ভক্তরা জগন্নাথ মন্দিরে ভক্তরা চাইলে ঢুকতে পারবেন। পাথরে গড়া বিগ্রহ মন্দিরের অন্দরেই থাকবে। আর রথে থাকবে নিমকাঠের আসল বিগ্রহ। সকাল ৯ টা থেকে প্রাথমিক পূজার্চনা শুরু হবে। সাড়ে ন’টার মধ্যে প্রশাসনিক কর্তা, মন্ত্রীদের নিয়ে মুখ্যমন্ত্রী চলে আসবেন সেখানে। দুপুর দুটো নাগাদ আরতি শুরু হবে। আড়াইটে নাগাদ চাকা গড়াবে রথের।

রথযাত্রার ভিড়ের মাঝে পদপিষ্ট হওয়ার আশঙ্কা থাকেই। যে কারণে তৎপর প্রশাসন। যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই ব্যারিকেডের বন্দোবস্ত করা হচ্ছে রাস্তার দু’ধারে। ব্যারিকেডের অপর দিকে দাঁড়িয়ে রথযাত্রা দেখতে পারবেন ভক্তরা। ব্যারিকেডের সঙ্গে ছোঁয়ানো থাকবে রথের রশি। কাজেই যে কোনও সময় সেই রশি স্পর্শ করতে পারবেন ভক্তরা।

আরও পড়ুন: তীব্র আপত্তি মমতার; ‘নির্বাচন কমিশনের ডিক্লারেশন ফর্মে জন্মসালের উল্লেখ কেন?’

দিঘার নতুন জগন্নাথ মন্দির থেকে পুরনো মন্দির, প্রায় এক কিলোমিটার পথ জুড়ে চলবে রথযাত্রা। অনুমান করা হচ্ছে, এ বছর প্রায় দুই থেকে আড়াই লক্ষ ভক্ত রথযাত্রার সময় উপস্থিত হবেন দিঘায়। এই বিপুল জনসমাগম সামলাতে প্রশাসন, পুলিশ, দমকল ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কাজ করার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী।

তাঁর নির্দেশমতো কী কী পদক্ষেপ করা হয়েছে, তা চাক্ষুষ করতে, সব বিষয় খতিয়ে দেখতে বুধবারই দিঘায় চলে আসেন মমতা। বৃহস্পতিবার একটি প্রস্তুতি বৈঠক সেরে গোটা মন্দিরচত্বর ঘুরে, ত্রুটি-বিচ্যুতি সমস্ত বুঝিয়ে দিয়ে, কখন কী সবটা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।

 

এই মুহূর্তে

আরও পড়ুন