আজ দীপাবলি, দেশের সঙ্গে গোটা রাজ্যজুড়ে পালিত হবে কালীপুজো। আর সেই শক্তি আরাধনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রীও। নিজের বাড়ির পুজোয় বরাবরের মতো এই বছরেও মহা ধুমধামের সঙ্গে পালন করবেন তিনি।
আরও পড়ুনঃ মানিকতলায় তাণ্ডব! মুরারিপুকুরে চাঁদার জুলুমে রক্তাক্ত শিল্পী; প্রশ্নের মুখে নিরাপত্তা
এই বছর ৪৮ বছরে পা দিল মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো। প্রতি বছর নিজের হাতেই পুজোর যাবতীয় আচার অনুষ্ঠান পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোয় একাধিক বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ হয় প্রতি বছর। ভোগ রান্না থেকে শুরু করে পুজোর যাবতীয় আচার একা হাতেই নিষ্ঠা ভরে সেইসব দায়িত্ব পালন করেন তিনি।
আরও পড়ুনঃ দিকে দিকে মাতৃ আরাধনা, কালীঘাট 2 তারাপীঠ
ইতিমধ্যেই, বাড়ি সাজিয়ে তোলা হয়েছে। সন্ধ্যায় হবে পুজো।
জানা যায়, মুখ্যমন্ত্রীর মায়ের হাত ধরে এই পুজোর সূচনা হয়। এখন সেই পুজোর দায়িত্ব পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোয় থাকেন অভিষেক বন্দোপাধ্যায়ও।





