Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeদক্ষিণবঙ্গJagannath Mandir: কঠোর নিরাপত্তা! জগন্নাথ মন্দির চত্তরেই পুলিশ ফাঁড়ি

Jagannath Mandir: কঠোর নিরাপত্তা! জগন্নাথ মন্দির চত্তরেই পুলিশ ফাঁড়ি

দেবজিৎ মুখার্জী; কলকাতা:

দিঘায় একটি পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে রাজ্য সরকারের উদ্যোগে নির্মীয়মান জগন্নাথ মন্দিরের নিরাপত্তা ও পূর্ণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করার কথা মাথায় রেখে।

আরও পড়ুন: আকর্ষণ সেই সানডে হাট; নেপথ্যে ভারতের পর্যটনের মহীরুহ রাজ বাসু

নবান্ন সূত্র মারফত জানা গিয়েছে, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে মন্দিরের অদূরেই সেটি তৈরি করা হবে। এখানেই শেষ নয়, কয়েকটি নতুন পদ পর্যন্ত তৈরি করা হবে পরিচালনা করার জন্য বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নিখোঁজ হওয়ার চল্লিশ দিন পর পুকুর থেকে পচা গলা মৃতদেহ উদ্ধার

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে মন্দিরটির উদ্বোধন হবে ৩০ এপ্রিল। পাশাপাশি, ভক্তদের উন্মাদনাও তুঙ্গে এই মন্দির ঘিরে। তাই যাবতীয় সব পরিস্থিতির কথা মাথায় রেখেই পরিকাঠামো তৈরি করার উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। সেই কারণেই বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া।

এই মুহূর্তে

আরও পড়ুন