Monday, 3 November, 2025
3 November
HomeখেলাWomen's WC 2025: আজ রবিবারে ভারত-সাউথ আফ্রিকার দ্বৈরথের দিকে তাকিয়ে গোটা ভারতীয়...

Women’s WC 2025: আজ রবিবারে ভারত-সাউথ আফ্রিকার দ্বৈরথের দিকে তাকিয়ে গোটা ভারতীয় মহিলা ক্রিকেট!

এ দিন হরমনপ্রীত বলেছেন, “আমরা জানি ফাইনালে হারতে ঠিক কী রকম লাগে। এ বার চাই জয়ের অনুভূতির স্বাদ নিতে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুভজিৎ মিত্র, কলকাতাঃ

এ যেন এক ঘুরে দাঁড়ানোর লড়াই!,বিগত বারো বছরে দুই দুই বার “মহিলা ক্রিকেট বিশ্বকাপে হারের মুখ দেখতে হয়েছে,ভারতীয় জাতীয় মহিলা ক্রিকেট দলকে।” আজ আরো এক বিশ্বকাপ ফাইনালের সামনে দাঁড়িয়ে সেই ক্ষততে প্রলেপ লাগানোই চ্যালেঞ্জ,হরমনপ্রীতদের কাছে।

দু দু বার হরের সম্মুখীন

২০০৫-এর পর ২০১৭।বারো বছরের ব্যবধানে দু’বার বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছে ভারতকে।

“প্রথম বার অস্ট্রেলিয়া, পরের বার ইংল্যান্ডের কাছে।”

“পরেরবার ইংল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়”

আট বছর পর আবার একটা সুযোগ এসেছে।এই সুযোগ কোনও ভাবেই হাতছাড়া করতে রাজি নয় ভারত।ফাইনালের আগের দিন অধিনায়ক হরমনপ্রীত কৌর সাফ জানিয়ে দিলেন,”হারের ব্যথা থেকে শিক্ষা নিয়েই তাঁরা বিশ্বকাপ জিততে চান।”

আরও পড়ুনঃ চাপে ICC! ১৫০ টাকার টিকিট ১ লক্ষ ৩০ হাজারে; ভাবা যায়

“আমরা মুহূর্তটা উপভোগ করতে চাই!”

এ দিন হরমনপ্রীত বলেছেন, “আমরা জানি ফাইনালে হারতে ঠিক কী রকম লাগে। এ বার চাই জয়ের অনুভূতির স্বাদ নিতে। আশা করি কালকের দিনটা আমাদের কাছে বিশেষ একটা দিন হতে চলেছে। অনেক পরিশ্রম করেছি আমরা। কাল সব কিছু ঠিকঠাক করতে চাই,ওইটাই আসল।

হরমনপ্রীতের সংযোজন, “আমরা নিজেদের মধ্যেই একটা কথা আলোচনা করছিলাম। যত বার আমরা মাঠে নেমে খেলা উপভোগ করেছি এবং নিজেদের সেরাটা দিয়েছি, তত বারই ইতিবাচক ফলাফল হয়েছে। আমার এবং গোটা দলের কাছে এটা একটা গর্বের মুহূর্ত। যে ভাবে শেষ দুটো ম্যাচে খেলেছি, তাতে আমি নিশ্চিত গোটা দেশও আমাদের নিয়ে গর্বিত। তার মান তো রাখতেই হবে।”

ফাইনালে নামার আগে ভারতকে কী ভাবে অনুপ্রাণিত করছেন?

সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হয়,কীভাবে ভারতকে অনুপ্রাণিত করবেন?তাতেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের জবাব, “বিশ্বকাপের ফাইনালে খেলতে নামার চেয়ে বড় অনুপ্রেরণা আর কিছুতে আছে না কি? এর থেকে বড় ম্যাচ আর হয় না। গোটা দলই চাঙ্গা। সতীর্থেরা একে অপরকে যতটা পারছে সাহায্য করছে। আমরা সকলেই ঐক্যবদ্ধ। ম্যাচের জন্য পুরোপুরি তৈরি। অনেক দিন আগে থেকেই জানতাম যে দেশের মাটিতে বিশ্বকাপ খেলতে নামব। এ বার পরের ম্যাচে ১০০ শতাংশ দেব। গত দু’বছর ধরে আমরা এই দিনটার জন্য তৈরি হয়েছি।”

তিনি আরো জানিয়েছেন,ফাইনালের জন্য আলাদা করে কোনও পরিকল্পনা নেই তাঁদের।তাঁরা স্রেফ মুহূর্তটাকে উপভোগ করতে চান।ভারত অধিনায়কের কথায়, “আমার মনে হয় মুহূর্ত উপভোগ করাটা সবার আগে দরকার।ক্রিকেটারদের জীবনে এবং অধিনায়ক হিসাবে আমার কাছে এর থেকে বড় দিন হয়তো আর আসবে না,তাই উপভোগ করতে চাই সময়টা। বড় কিছু না ভেবে ছোট ছোট লক্ষ্য রেখে সেটা অর্জন করতে চাই। ছোট লক্ষ্যপূরণ হলে বড়টাও হবে।”

দেশের মাটিতে খেলাটা বেশ চাপের?

দেশের মাটিতে ফাইনাল হবে,এবিষয়ে নিয়ে হরমনপ্রীতকে মন্তব্য,”দেশের মাটিতে বিশ্বকাপ খেললে আবেগের উত্থান-পতন লেগেই থাকে। একই সঙ্গে আমরা এটাও মাথায় রাখছি, কালকের ম্যাচটা আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই মনোযোগ রাখা জরুরি। কী ভাবে সেটা করতে হবে তার জন্য আলাদা করে পরিশ্রমও করছি আমরা। সবচেয়ে বড় মঞ্চে সবচেয়ে বড় সুযোগ রয়েছে আমাদের কাছে।”

আরও পড়ুনঃ পৃথিবীর বুকে সবচেয়ে বৃহত্তম আগ্নেয়গিরি – তামু ম্যাসিফ

আবেগি হরমনপ্রীত!

হরমনপ্রীত নিজেই আবেগপ্রবণ। আগের ম্যাচেই তাঁকে কাঁদতে দেখা গিয়েছিল। তা নিয়ে প্রশ্ন উঠতেই ভারত অধিনায়কের জবাব, “আরে, আমি তো আবেগপ্রবণই। আমি প্রচুর কাঁদি। হেরে নয়, জিতেও। এই মুহূর্তগুলো খুব কাছে। আমি দলকেও বলি, কান্না পেলে কেঁদে নাও। স্বপ্ন বার বার সত্যি হয় না।”

পরবর্তী প্রজন্মের জন্য নতুন দিগন্তের হাতছানিতে

ভারত বিশ্বকাপ জিতলে মহিলাদের ক্রিকেট পরের প্রজন্মের দৃষ্টিভঙ্গি যে আরও বদলে যাবে এটা জানেন হরমনপ্রীত। তাই বলেছেন, “২০১৭-তে হেরে গিয়েও দেখেছিলাম প্রচুর মেয়ে ক্রিকেট খেলাকে বেছে নিচ্ছে। তরুণদের বলব, যা করছ মন দিয়ে করো। বিশ্ব বদলে গিয়েছে। বাবা-মায়েরা এখন অনেক বেশি সমর্থক করেন। সুযোগও তৈরি হচ্ছে। আশা করি মেয়েরা ক্রিকেট খেললে আরও গর্বের মুহূর্ত তৈরি হবে।”

রবিবার দুপুর তিনটে নাগাদ ফাইনালে মাঠে নামবে যুযুধান দুই পক্ষ।কিন্তু “নভি মুম্বাইয়ের ড. ডি. ওয়াই. পাটিল স্টেডিয়াম”-এর এই ম্যাচে এক দল নামবে জিততে,আর এক দল নামবে নিজেদের ভুলগুলি শুধরে নিজেদের প্রমাণ করতে।কালকের হরমনপ্রীতদের জয়ের দিকে তাকিয়ে গোটা দেশ।

এই মুহূর্তে

আরও পড়ুন