Saturday, 2 August, 2025
2 August, 25
HomeকলকাতাDoordarshan: ১৯৭৫–এ কলকাতায় প্রথম সম্প্রচার; ৫০ বছরে পা কলকাতা দূরদর্শন

Doordarshan: ১৯৭৫–এ কলকাতায় প্রথম সম্প্রচার; ৫০ বছরে পা কলকাতা দূরদর্শন

১৯৮০-র শুরু থেকে ১৯৯০-এর দশকের শেষ পর্যন্ত ছিল দূরদর্শনের সোনালি সময়।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পঞ্চাশ বছর আগে, ১৯৭৫–এ কলকাতায় প্রথম সম্প্রচার সম্ভব হয়েছিল যে প্রযুক্তিবিদ, শিল্পী, ইঞ্জিনিয়ার এবং সরকারি কর্মীদের কঠোর পরিশ্রমে, শুক্রবার তাঁদেরই সম্মান জানানো হলো সায়েন্স সিটি অডিটোরিয়ামে। নয় নয় করে ৫০ বছরে পা দিল কলকাতা দূরদর্শন।

আরও পড়ুনঃ ২৮ অগস্ট পরীক্ষা; শিক্ষাদপ্তর-VC সংঘাত চরমে

দূরদর্শনের সূচনা ১৯৫৯–এ। আর কলকাতায় ১৯৭৫–এর ১ অগস্ট সূচনার সময়ে রেডিও ছাড়া বাড়িতে বসে বিনোদনে আর কিছুই ছিল না। তখনই কলকাতায় পা রাখে টেলিভিশন। সাদা–কালো সেট। ১৯৮২–তে শুরু হয় রঙিন সম্প্রচার। ৮৩–তে ভারতের ক্রিকেট বিশ্বজয় তারিয়ে তারিয়ে দূরদর্শনে উপভোগ করেছিলেন কলকাতাবাসী। ১৯৮০-র শুরু থেকে ১৯৯০-এর দশকের শেষ পর্যন্ত ছিল দূরদর্শনের সোনালি সময়। রামায়ণ, মহাভারতের মতো বহু জনপ্রিয় ধারাবাহিক সম্প্রচারিত হয়।

আরও পড়ুনঃ কাউন্সিলারকে জানিয়েও কাজ হয়নি! জলমগ্ন হাবরা, আটকে বাস-পণ্যবাহী লরি; প্রতিবাদে অবরোধ যশোর রোড

পরিস্থিতি বদলাতে শুরু করে ১৯৯৭ থেকে। নতুন নতুন চ্যানেল আসতে শুরু করে। শুক্রবারের অনুষ্ঠানে দূরদর্শনের মহাপরিচালক শ্রী কে সতীশ নাম্বুদিরিপাদ জানান, ‘ওয়েভস’ নামে একটি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আসছে, যেখানে দূরদর্শনের বাছাই করা অনুষ্ঠান থাকবে। তিনি বলেন, এখন দূরদর্শনের ইনস্টাগ্রামে ১০ লক্ষের বেশি ফলোয়ার রয়েছেন এবং ইউটিউবে ৬০ লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার।

এই মুহূর্তে

আরও পড়ুন