শিবনাথ প্রধান, সাঁতরাগাছি, হাওড়া:
বজ্রপাতের কারণে প্রায়শই মানুষের প্রাণহানি ঘটে। বেশিরভাগ সময় বিচ্ছিন্নভাবে এক দুইজনের মৃত্যুর খবর পাওয়া যায়। আবার কখনও কখনও একটিমাত্র বজ্রপাতে বহু মানুষ মারা যাওয়ার ঘটনাও ঘটে থাকে। যেমন ২০২১ সালের অগাস্ট মাসের ২ তারিখে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রী দলের ওপর বজ্রপাতে ১৭ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
আরও পড়ুনঃ অন্ধকারের হাতছানি? সকালের উত্তাল বিধানসভায় রাতে কাঁদের আনাগোনা!
পৃথিবীর মধ্যে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ভারত ও বাংলাদেশে সর্বাধিক । ভারতে মৃত্যুর সংখ্যার দিকে নজর দিলে এক ভয়াবহ চিত্র উঠে আসবে । ১৯৬৭ সাল থেকে ২০২০ সালের মধ্যে বজ্রপাতের কারণে ১,০১,৩০৯ জন মানুষের মৃত্যু হয়েছে । ২০২০ সালের পর থেকে বজ্রপাতের মৃত্যুর হার ভয়ংকর ভাবে বৃদ্ধি পেয়েছে । শেষ চার বছরে মৃত্যুর সংখ্যা ৮,০৬০ ।
সবচেয়ে বেশি বজ্রপাত হয় ভেনেজুয়েলার মারাকাইবো হ্রদে। প্রতি বর্গকিলোমিটার হিসাবে এখানেই সবচেয়ে বেশি বজ্রপাত হয়, প্রতি মিনিটে কয়েকবার। আর বছরে প্রতি বর্গকিলোমিটারে ২৩২টির মতো।
আরও পড়ুনঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসে ধর্ষণের মামলা; রামপুরহাটে বহিষ্কৃত অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর
দ্বিতীয় আফ্রিকার কঙ্গোতে, কিফুকা গ্রামের আশপাশের পাহাড়ি এলাকায়। এই অঞ্চলে বছরে প্রতি বর্গকিলোমিটার এলাকায় ১৫৮টি করে বজ্রপাত হয়। তৃতীয় স্থানে আছে ব্রাজিলের তেরেসিনা। ইন্দোনেশিয়া, কলম্বিয়া ও মালয়েশিয়ায়ও প্রচুর বজ্রপাত হয়। সারা বিশ্বে মার্চ থেকে মে মাসের সময়টায় সবচেয়ে বেশি বজ্রপাত হয় বাংলাদেশের সুনামগঞ্জে।
সারা বছরে পৃথিবীতে প্রায় ১৪০ কোটি বার বজ্রপাত হয়, প্রতিদিন প্রায় ৪০ লক্ষ বার। এর মধ্যে ৭০ শতাংশই ক্রান্তীয় অঞ্চলে হয়ে থাকে। আর সারা বিশ্বে বছরে প্রায় ২৪,০০০ মানুষ বজ্রপাতে মারা যায়।





