Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeউত্তরবঙ্গSiliguri: শিলিগুড়িতেও উত্তেজনা! ‘দক্ষ পুলিশকর্তা’কে মুর্শিদাবাদে পাঠালোনা কমিশনারেট

Siliguri: শিলিগুড়িতেও উত্তেজনা! ‘দক্ষ পুলিশকর্তা’কে মুর্শিদাবাদে পাঠালোনা কমিশনারেট

শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরের বক্তব্য,’ শহর শান্ত রয়েছে। কেউ কোন গুজবে কান দেবেন না। পদস্থ পুলিশ কর্তারা রাস্তায় রয়েছে। আমি নিজে রাস্তায় রয়েছি।’

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

চড়ক সন্ন্যাসীর ওপর হামলার অভিযোগ। ঘটনাকে ঘিরে উত্তপ্ত শিলিগুড়ি। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, হামলা, একাধিক দোকান ভাঙচুর চালানো হয়। চলে ইটবৃষ্টি। রণক্ষেত্র শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ড। জখম ২ পুলিশ কর্মীও। আপাতত এলাকায় টহল দিচ্ছে বিশাল বাহিনী।

চড়ক সন্ন্যাসীদের মারধরকে কেন্দ্র করে গত দুদিন ধরেই উত্তপ্ত ছিল এলাকা। এর আগে ২ জন চড়ক পুণ্যার্থী আক্রান্ত হন, তা নিয়ে উত্তেজনা ছড়ায়। পরে প্রশাসনের তৎপরতায় তা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়। কিন্তু রবিবার তা চরম আকার নেয় নতুন করে দুই চড়ক সন্ন্যাসীর আক্রান্ত হওয়ার খবরে। দুই গোষ্ঠীর মধ্যে আচমকাই সংঘর্ষ লাগে। কয়েকশো দুই গোষ্ঠীর সমর্থক হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

গোটা এলাকায়, একাধিক দোকানে চলে বেপরোয়া ভাঙচুর, লুঠপাট। চতুর্দিকে ছড়ানো ছিটানো জিনিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আক্রান্ত হন দুই পুলিশ কর্মী। পুলিশ আধিকারিক  বলেন,  “ইট ছোড়াছুড়ি চলছিল। খবর পেয়েই ঘটনাস্থলে চলে আসে পুলিশ। একটা গুজব রটেছিল। তা থেকেই এমন পরিস্থিতি। বারবার আবেদন করা হচ্ছে, কোনও রকম গুজবে কান দেবেন না।”  পরে নামানো হয় র‌্যাফ। এখনও এলাকা থমথমে। নতুন করে যাতে উত্তেজনা না ছড়ায়, তার জন্য এলাকায় চলছে টহল।

ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় গত কয়েকদিন ধরেই উত্তাল মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর, সামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ান সহ আরও বেশ কয়েকটি এলাকায়। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। গত কয়েকদিনের ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদে গোলমাল সামাল দিতে রাজের ২৩ জন দক্ষ পুলিশকর্মীকে জরুরি তলব করেছিল রাজ্য। এরই মাঝে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয় শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ড। এই পরিস্থিতিতে রাজ্যের তালিকায় থাকা শিলিগুড়ির এক পুলিশ আধিকারিককে মুর্শিদাবাদে পাঠাচ্ছে না শিলিগুড়ি পুলিশ কমিশনা্রেট।

আরও পড়ুন: শিলিগুড়িতে আতঙ্ক! একের পর এক বাড়িতে দুষ্কৃতী হানা

জানা গিয়েছে, মুর্শিবাদের পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের জেলাগুলি থেকে ২৩ জন দক্ষ পুলিশ অফিসারকে তলব করেছে রাজ্য। সেই তালিকায় রয়েছেন একাধিক পুলিশ সুপার, ডেপুটি পুলিশ সুপার, ইন্সপেক্টর পদ মর্যাদার পুলিশ অফিসার। সেই তালিকায় উত্তরবঙ্গ থেকে দুজন আধিকারিক রয়েছেন। ছিলেন শিলিগুড়ি কমিশনারেটের এসিপি রবীন থাপা এবং কালিম্পংয়ের ডেপুটি পুলিশ সুপার ভানু রাই। রাজ্যের জরুরি তলবে রবীন থাপা চার দিনের জন্যে মুর্শিদাবাদ যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু শিলিগুড়ির জ্যোতিনগর এলাকায় ঝামেলার জন্যে তাঁকে রিলিজ অর্ডার দেননি শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর। শিলিগুড়ি পুলিশের ডিসিপি জোন(১) রাকেশ সিং ছুটিতে থাকায় আপাতত রবীন থাপাকে জ্যোতিনগর এলাকার দায়িত্বে রাখা হয়েছে। আপাতত তাঁকে শিলিগুড়িতেই রাখা হয়েছে। তাঁর জায়গায় এসিপি ট্রাফিক রথীন মজুমদারকে পাঠানো হয়েছে।

শিলিগুড়ি কমিশনারেটের ডিসি (পশ্চিম) বিশ্বচাঁদ ঠাকুরের বক্তব্য, ‘রবীন থাপাকে এই এলাকায় প্রয়োজন ছিল তাই তাঁকে রাখা হয়েছে। তাঁর বদলে এসিপি ট্রাফিক রথীন মজুমদারকে মুর্শিদাবাদে পাঠানো হয়েছে।’

আরও পড়ুন: আবার বানানো হচ্ছে ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’, সকাল ৯টায় আনন্দ শোভাযাত্রা শুরু

প্রসঙ্গত, ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায় উত্তপ্ত মুর্শিদাবাদ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় কেন্দ্রীয় বাহিনীও নামাতে হয়েছে। বাহিনী পরিচালনা করে এলাকা ঠান্ডা করতে রাজ্যের ২৩ জন পুলিশ আধিকারিক এবং কর্মীকে চার দিনের জন্যে মুর্শিদাবাদে জরুরি তলব করেছে নবান্ন। কিন্তু রবীন থাপা যাওয়ার আগেই শিলিগুড়ির জ্যোতিনগর এলাকায় ঝামেলা শুরু হয়ে যায়। তাই তাঁকে আটকে দেওয়া হয়েছে।

অন্যদিকে, জ্যোতিনগরের ঘটনার পর গোটা শহর জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। শহরের স্পর্শ কাতর এলাকাগুলিতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকরের বক্তব্য,’ শহর শান্ত রয়েছে। কেউ কোন গুজবে কান দেবেন না। পদস্থ পুলিশ কর্তারা রাস্তায় রয়েছে। আমি নিজে রাস্তায় রয়েছি।’

 

এই মুহূর্তে

আরও পড়ুন