Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeউত্তরবঙ্গDooars: জ্বলছে ডুয়ার্সের কাঠামবাড়ি জঙ্গল, প্রশ্নের মুখে বনকর্মীদের নজরদারি

Dooars: জ্বলছে ডুয়ার্সের কাঠামবাড়ি জঙ্গল, প্রশ্নের মুখে বনকর্মীদের নজরদারি

আগুন লাগার ঘটনায় ইতিমধ্যেই বনকর্মীদের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

কুশল দাশগুপ্ত, দার্জিলিং:

শনিবার রাতে হঠাৎই আগুন লাগে ডুয়ার্সের কাঠামবাড়ি জঙ্গলে। বৈকুণ্ঠপুর বন বিভাগের আওতাধীন আপালচাঁদ রেঞ্জের কাঠামবাড়ি জঙ্গলের বেশির ভাগ জায়গা জুড়ে আগুন লাগে। জঙ্গলের অধিকাংশ জায়গায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। ধীরে ধীরে সেই আগুন কাঠামবাড়ি জঙ্গল পেরিয়ে তার সংলগ্ন অন্য জঙ্গলেও ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: AI সতর্ক করবে পুলিশকে, কলকাতার নিরাপত্তায় কৃত্রিম মেধা

কাঠামবাড়ির পাশাপাশি গজলডোবা সংলগ্ন সরস্বতীপুর চা বাগান ঘেঁষা বনাঞ্চলের একটি বড় অংশে আগুন জ্বলতে দেখা যায়। জানা গিয়েছে, সেই জঙ্গলেরও প্রায় অনেকটা জায়গা জুড়ে আগুন লাগে। জঙ্গলে শুকনো পাতা থেকে এই আগুন লেগেছে বলে খবর। বনকর্মীদের তৎপরতায় কিছুটা জায়গায় আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও এখনও পর্যন্ত জঙ্গলের অনেক জায়গাতেই আগুন জ্বলছে বলে খবর।

আরও পড়ুন: ‘সোশ্যাল মিডিয়ার পোস্ট থেকে সতর্ক থাকুন’, রামনবমী ও ইদের আগে বার্তা পুলিশের

পাশাপাশি, ক্রান্তি থেকে শিলিগুড়িগামী ক্যানেল রাস্তার এক প্রান্তের বড় একটি জায়গায় আগুনে লেগেছিল। সেই রাস্তাতেও বেশ ক্ষয়ক্ষতি হয়। বড় জায়গা জুড়ে আগুন লাগার জন্য জঙ্গলের ইকো সিস্টেমের উপর তীব্র প্রভাব পড়েছে। তবে এই জঙ্গলে আগুন লাগার জন্য ছোটো কীট পতঙ্গ-সহ সরীসৃপ প্রাণীদের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

আগুন লাগার ঘটনায় ইতিমধ্যেই বনকর্মীদের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বনদপ্তরের দাবি, আগুন নেভাতে বনকর্মীরা তৎপর রয়েছেন। বৈকুন্ঠপুর বনবিভাগের ডিএফও রাজা এম জানান, আগুন নেভানোর কাজ চলছে।

এই মুহূর্তে

আরও পড়ুন