Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: গাছ ভালবাসেন, ভালবাসেন ফুল; শত ব্যস্ততার মাঝেও অন্য ভূমিকায় শিলিগুড়ির মহানগরীক

Siliguri: গাছ ভালবাসেন, ভালবাসেন ফুল; শত ব্যস্ততার মাঝেও অন্য ভূমিকায় শিলিগুড়ির মহানগরীক

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত:

তার বাড়ি গেলেই আপনি দেখতে পাবেন, গাছের সম্ভার। কত রকমের গাছ এবং কত রকমের ফুল যে আছে তার বাড়িতে না দেখলে বিশ্বাস করা যায় না। শিলিগুড়ির মহানগরীক গৌতম দেব যেন, এখানে অন্য ভূমিকায়।

আরও পড়ুন: US DEPORTATION TO INDIA: আমেরিকায় থাকা অবৈধ অভিবাসীদের ভারতে পাঠানো শুরু, উড়ল বিমান

তিনি সব সময় জানান এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়, গাছ এবং ফুল শুধু আমার না সবার জন্য ভালো। এখানে থাকলে, করে থাকি আমি। এত ব্যস্ততা এত তাড়াহুড়োর মধ্যে যেন, এই সময়টুকু আমার কাছে একেবারেই আলাদা, জানালেন মেয়র গৌতম দেব। শিলিগুড়ির মহানগরীক সবার থেকে একটু আলাদাভাবেই চলতে ভালোবাসেন, তার ধানের প্রতি অগাধ প্রেম আঘাত ভালবাসায় সবকিছু প্রমাণ করে দেয়। মেয়র গৌতম দেব আরো জানান, আমি নিজেই পরিচর্চা করতে ভালোবাসি।

আরও পড়ুন: Kolkata: TMC vs TMC, এলোপাথাড়ি চপার; উত্তপ্ত খাস কলকাতার বেলেঘাটা

আরো সাহায্য ছাড়াই আমি এগুলো করে যাই। এতে আমার মন সতেজ থেকে আনন্দ পেয়ে থাকে। সকাল বেলায় উঠেই আমার প্রথম কাজ হল গাছের সাথে দেখা করা, তাদের পরিচর্যা করা। এখানেই গৌতম দেব মেয়র হয়েও যেন সবার চাইতে একটু আলাদা।

এই মুহূর্তে

আরও পড়ুন