Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeউত্তরবঙ্গSiliguri: মারধরের অভিযোগ! পুরসভার কাউন্সিলর এবং এমএমআইসি দিলীপ বর্মনের বিরুদ্ধে

Siliguri: মারধরের অভিযোগ! পুরসভার কাউন্সিলর এবং এমএমআইসি দিলীপ বর্মনের বিরুদ্ধে

তিনি ওই ব্যবসায়ীকে প্রথমে হুমকি দেন, এবং পরে মারধর করেন।

কুশল দাশগুপ্ত,শিলিগুড়ি:

শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল শিলিগুড়ি পুরসভার কাউন্সিলার দিলীপ বর্মনের বিরুদ্ধে। অভিযোগ তিনি ওই ব্যবসায়ীকে প্রথমে হুমকি দেন, এবং পরে মারধর করেন।

আরও পড়ুন:  দুমড়ে গেল বাইক; পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর বদলে হাসপাতালে তরুণী

এই ঘটনার খবর ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য দেখা গিয়েছে গোটা এলাকা জুড়ে। একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হয়েও কেন তিনি এই ঘটনা ঘটালেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। এদিকে দিলীপ বর্মনের সাথে যোগাযোগ করা যায়নি বলে খবর। দিলীপ বর্মনের নামে এফ আই আর করা হয়েছে থানায়, কি কারনে এই ঘটনা ঘটলো তা জানা না গেলেও  মনে  করা হচ্ছে টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছিল, অনেকদিন থেকেই আর সেটা বাড়তে বাড়তে চরমসীমায় পৌঁছে গিয়েছিল।

আরও পড়ুন: সীতারামের উত্তরসূরি! স্ট্যালিনের আমন্ত্রণপত্র সেলিমকে, বাড়ছে জল্পনা

দিলীপ বর্মনের বিরুদ্ধে  শিলিগুড়িতে ও বিস্তর অভিযোগ আছে। তার মেজাজের জন্য তিনি বিখ্যাত, কাউকে পরোয়া করেন না তিনি। কোথাও গিয়ে সময় মত থাকেন না, এবং তার ব্যবহার ভালো নয় বলে অভিযোগ। গৌতম দেব হিসাবে তাকে কিছু না বললেও  তিনিও যে সন্তুষ্ট নন সেটাও বোঝা গেছে। তবে ওই ব্যবসায়ীর পরিবারের অভিযোগ  যথেষ্ট ভাবে  মারধর করা হয়েছে ওই ব্যবসায়ীতে। প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও যথেষ্ট ক্ষুব্ধ  ওই এলাকার মানুষ।

অপরদিকে আজ শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ বর্মনের  শাস্তির দাবিতে এদিন বিক্ষোভ দেখাতে শুরু করলেন শিলিগুড়ির রেগুলেটেড মার্কেট এর ব্যবসায়ীরা। শিলিগুড়ি ৪৬ নম্বর ওয়ার্ড  কাউন্সিলার দিলীপ বর্মন এগুলেটেড মার্কেটের এক ব্যবসায়ীকে মারধর করেন বলে অভিযোগ। টাকা লেনদেনের জন্য বহুদিন থেকেই সমস্যা চলে আসছিল। এটা আরো বেড়ে যায়  গত দু-তিনদিন ধরে। দিলীপ বড় বোন আসেন রেগুলেটেড মার্কেটে, দুজনের মধ্য উত্তপ্ত  বাক্য বিনিময় হয় । শেষ পর্যন্ত দিলিপ বর্মন  গায়ে হাত তোলেন ওই ব্যবসায়ীর। এরপরে ক্ষোভে ফেটে পড়েন ওই এলাকার ব্যবসায়ীরা। পরিস্থিতি খারাপ দেখে ওই এলাকা ছেড়ে চলে যান ওই কাউন্সিলর। গতকালের মত ব্যবসায়ীরা  চলে গেলেও আজকে তারা আবার ফিরে আসেন। তারা জানান  ওই কাউন্সিলর বরাবরই  এই ধরনের, কথা বলেন প্রচন্ড খারাপ ভাবে। নিজের মনের মত  কিছু না হলেই গায়ে হাত তোলেন, গতকাল যেটা হয়েছিল। ব্যবসায়ীরা জানিয়েছেন এবার আর তারা মানবেন না, দিলীপ বর্মনকে শাস্তি দিতেই হবে।

এই মুহূর্তে

আরও পড়ুন