Wednesday, 30 April, 2025
30 April, 2025
HomeকলকাতাDilip Ghosh Marriage: হবু বৌদিকে পরামর্শ! 'তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক',...

Dilip Ghosh Marriage: হবু বৌদিকে পরামর্শ! ‘তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক’, শুভেচ্ছা দেবাংশুর

মতাদর্শের দিক থেকে ভিন্নমেরুর দু’জনেই। তর্ক-বিতর্ক হঠিয়ে দিয়ে বৃহস্পতিবার অন্য মেজাজে নবীন-প্রবীণ রাজনীতিক। একজনের বিয়ের খবরে শুভেচ্ছা জানালেন অন্যজন। তাও খানিকটা অন্য ঢঙে। দিলীপ ঘোষের পরিণয়ের খবর শুনেই সোশ্যাল মিডিয়ায় হবু বৌদিকে পরামর্শ দিয়ে পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য ।

আরও পড়ুন: হ্যাঁ, কাল আমাদের বিয়ে, দিলীপের সঙ্গে প্রেম সম্পর্ক নিয়ে বঙ্গবার্তার এক্সক্লুসিভ রিঙ্কু

বৃহস্পতিবার সন্ধেয় কলকাতায় ঝড় উঠেছিল। ঝমঝম করে কয়েক পশলা বৃষ্টিও হয়। ঠিক সেই সময়েই ঝড়ের বেগে এই খবর ছড়িয়ে পড়ে যে শুক্রবার সন্ধেয় দিলীপ ঘোষের মালাবদল। বাংলার রাজনীতিতে দিলীপ ঘোষ নামটা এমনই পরিচিত যে তার আগুপিছু পরিচয় আর প্রয়োজন হয় না। খবরটা প্রথমে শুনেই কেউ ভেবেছিলেন গুজব, কেউ ভেবেছিলেন বেচারা দিলীপ ঘোষকে ট্রোল করছে, কিন্তু খোঁজ নিয়ে দেখা গেল, না খবরটা সত্যি।

রিঙ্কুকে প্রশ্ন করা হয়, বিজেপিতেই কেউ কেউ বলছেন, দিল্লির নেতারা চাইছেন না দিলীপ ঘোষ এখনই বিয়েটা করুক! তা শুনে রিঙ্কু বলেন, “আসলে আমার এই বিষয়ে কিছুই জানা নেই। সত্যি কথা বলতে আমি বিয়ের মতো একটা ব্যক্তিগত বিষয় কোনওভাবেই রাজনীতির ময়দানে আনতে চাইছি না। আর কেউ কেনই বা মানা করবে, সেটাই বুঝতে পারছি না!”

কাল কখন, কীভাবে বিয়ে হবে, সে বিষয়ে প্রশ্ন করা হলে রিঙ্কু সোজা জানিয়ে দেন— এ বিষয়ে কোনও কিছুই তিনি জানাতে ইচ্ছুক নন। প্রয়োজনে দিলীপের সঙ্গে যোগাযোগ করা হোক। তিনিই সবটা বলতে পারবেন।

আরও পড়ুন: দিলীপ ঘোষের বিয়ে! টুইট করে দাবি করলেন কুণাল ঘোষ, পাত্রীর নামও বলে দিলেন ‘বঙ্গবার্তা’কে

আর সেই খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য লিখলেন, “অনেক অভিনন্দন দিলীপদা। মন থেকে খুশি হয়েছি। খুব ভাল হোক। নতুন বৌদি আপনার হাত থেকে তরোয়াল কেড়ে নিয়ে গোলাপ তুলে দিক। ভাল থাকুন দু’জনে। আবারও বলছি, অনেক শুভেচ্ছা।”

শুক্রবার সন্ধেয় নিউটাউনে দিলীপ ঘোষের বাসভবনে ঘরোয়া অনুষ্ঠানে মালাবদল হবে। ম্যারেজ রেজিস্ট্রারকে বলা হয়েছে। তিনি সন্ধেয় আসবেন। সাক্ষী থাকবেন দিলীপের বড়দা ও ঘনিষ্ঠ কয়েকজন। পাত্রী রিঙ্কু মজুমদার। তিনি বিজেপির মহিলা শাখার নেত্রী। তাঁর ছেলে সৃঞ্জয় দাশগুপ্তও বিজেপির সক্রিয় সদস্য। শুক্রবার সন্ধ্যায় এই রিঙ্কুর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন ৫৯ বছরের দিলীপ ঘোষ।

এই মুহূর্তে

আরও পড়ুন