Wednesday, 30 April, 2025
30 April, 2025
Homeউত্তরবঙ্গSiliguri: শিলিগুড়ি সংলগ্ন জটিয়াকালীতে দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি

Siliguri: শিলিগুড়ি সংলগ্ন জটিয়াকালীতে দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি

নিরীহ পথচারীরা দুর্ঘটনার কপলে পড়ে যাচ্ছেন।

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

আজ সকালে শিলিগুড়ি সংলগ্ন জটিয়াকালী তে দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হলো। পথ চলতে এক মহিলা কে পিছন থেকে ধাক্কা মারলো একটি চার চাকার ভ্যান। ওই মহিলার সাথে ছিলেন তার স্বামী ও। স্বামীর কিছু না হলেও সরাসরি ওই মহিলাকে আঘাত করলো ওই চার চাকার ভ্যানটি।

আরও পড়ুন: মধ্যরাতে ভয়াবহ দুর্ঘটনা, খান্না ব্রিজের উপরে ভাঙল হাইটবার

গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে স্থানীয় একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে গিয়ে  প্রাথমিক চিকিৎসা করানো হয়। এই ঘটনার পড়ে ক্ষোভে ফেটে পড়লেন ওই এলাকার মানুষ। তারা অভিযোগ করেছেন বারবার এই ঘটনা ঘটে যাচ্ছে, অথচ এখানে ট্রাফিক কোন কাজই করছে না। যার ফলে নিরীহ পথচারীরা দুর্ঘটনার কপলে পড়ে যাচ্ছেন। সবচেয়ে বেশি সংখ্যায় আছেন বয়স্ক এবং বাচ্চারা।

আরও পড়ুন: দরকার ক্রিকেট স্টেডিয়াম; উঠল আওয়াজ শিলিগুড়িতে

তাদের উপরেই কোপটা বেশি পড়ছে। ওই মহিলা স্বামী অভিযোগ করেছেন দিনের পর দিন এই ঘটনা ঘটে যাচ্ছে অথচ দায়িত্ব কেউ নেয় না। ওই ঘটনার পরে ওই মহিলার স্বামী  তাকে কোলে করে নিয়ে যান স্থানীয় একটি হাসপাতালে, এখানে তাকে প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করলেও বিপদ না কাটায় তাকে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। বর্তমানে তার অবস্থা আগের থেকে ভালো হলেও, ডাক্তারেরা পর্যবেক্ষণে রাখবেন বলে জানিয়েছেন। ঘটনার পর দেড় ঘন্টা ধরে ওই এলাকা বন্ধ করে রাখেন ওই এলাকার স্থানীয় মানুষ। তাদের অভিযোগ যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কোন নিশ্চয়তা না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই রাস্তা দিয়ে  কোন চার চাকার গাড়ি চলাচল করবে না।

এই মুহূর্তে

আরও পড়ুন