ভার্জিন আটলান্টিক নামক সংস্থার একটি বিমান লন্ডন থেকে রওনা দিয়েছিল মুম্বইয়ের উদ্দেশ্যে। বিমানটিতে ছিলেন প্রায় ২০০ জনেরও বেশি ভারতীয়। মাঝআকাশে আচমকাই অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। আর সেই কারণে বিমানটির জরুরি অবতরণ করাতে হয় তুরস্কের ডিয়ারবাকিরবিমানবন্দরে। কিন্তু তারপর প্রায় বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও সেই বিমানটি ওই বিমানবন্দরেই আটকে রয়েছে বলে জানা যাচ্ছে। যাত্রীদের অভিযোগ প্রায় ১৮ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তাঁরা ওই বিমানবন্দরেই আটকে রয়েছেন।
আরও পড়ুন: ব্যাঙ্ককে পাশাপাশি মোদী-ইউনুস, শুক্রবার মুখোমুখি বৈঠকও হতে পারে
সূত্রের খবর, জরুরি অবতরণ করার দরুন বিমানটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যার ফলেই এই বিপত্তি। অপরদিকে বিমানবন্দরটিতে বিমান পরিচালনা করার মতো উপযুক্ত পরিবেশ নেই বলেও জানা গিয়েছে। যাত্রীদের অভিযোগ, তাঁদের যেই টার্মিনালে রাখা হয়েছে সেখানে পর্যাপ্ত জল ও খাবারের সমস্যা রয়েছে, অভাব রয়েছে বিশ্রাম নেওয়ার জায়গারও। এর ফলে অনেকে অসুস্থ হয়েও পড়ছেন।
আরও পড়ুন: বাংলার পার্টির দায়িত্ব মীনাক্ষীর হাতেই! পার্টি কংগ্রেসে চর্চা শুরু
জানা গিয়েছে, আটকে থাকা এই ভারতীয় যাত্রীদের ফেরানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে মহারাষ্ট্র সরকার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সাহায্যের আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন জনৈক যাত্রী। সুত্রের খবর, পরিস্থিতি সামলানোর জন্য একজন নোডাল অফিসারকেও নিয়োগ করেছে ভারতের বেসরকারি বিমান পরিবহন মন্ত্রক।