Saturday, 2 August, 2025
2 August, 25
Homeউত্তরবঙ্গSiliguri: শিলিগুড়িতে মাদক! ধৃত এক যুবক

Siliguri: শিলিগুড়িতে মাদক! ধৃত এক যুবক

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত:

বহুদিন ধরে এই খুঁজছিল তাকে পুলিশ, অবশেষে ধরা পড়লো সে , শিলিগুড়িতে মাদক পাচার করতে গিয়ে ধৃত ঘনশ্যাম নামে এক ব্যক্তি। জেরায় রায় সে জানিয়েছে প্রধান নগরে সে বাড়ি ভাড়া করে এই কাজ করে আসছিল।

আরও পড়ুন: Uttar Pradesh: লাড্ডু উৎসর্গের সময়ে ভাঙল মঞ্চ, ধ্বংসাবশেষের তলায় ৮০ জন

তার সাথে সে যুক্ত রেখেছিল, বেশ কয়েকজন স্থানীয় যুবককে। আরো জানা গেছে  চেহারা  তার ভালো থাকায়, বউ মানুষটাকে বিশ্বাস করে টাকা দিয়েছিল। অবশেষে তাদের সবার টাকাই ফেরত দিয়েছে। বেকার ছেলেরা যাদের একেবারেই টাকা পয়সা নেই, তাদের মোটা টাকা লোভ দেখিয়ে  মাদকের কাজে নামিয়ে ছিল সে। এই ঘন শ্যামের সাথে আরো কেউ জড়িত আছে কিনা  এটা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন: 48th kolkata Book Fair: বইমেলা চলাকালীন বিশেষ বাস

পুলিশ আরো জানিয়েছে এই ঘনশ্যাম রাত্রিবেলায় থাকতো না বললেই চলে, দিনের বেলা বেরিয়ে যেত। তাকে ধরাই যাচ্ছিল না।  অবশেষে তাকে পুলিশ নাটক করে। বুধবার আদালতে তোলা হবে তাকে।

এই মুহূর্তে

আরও পড়ুন