কমানো হলো গ্যাস সিলিন্ডারের দাম। আজ, মঙ্গলবার থেকেই নতুন দাম কার্যকর হচ্ছে। তবে, দাম কমার এই সুবিধা পাবেন না সাধারণ মানুষ। দাম কমছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের। ঘরের জন্য যে সিলিন্ডার, তার দাম কমানো হয়নি।
জানা গিয়েছে, সোমবার রাতেই তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে।
আরও পড়ুন: নড্ডার বাড়িতে আমন্ত্রণ! সুকান্তের বদলে কি শমীক!
আজ, মঙ্গলবার থেকে কার্যকর হওয়া ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫৮.৫০ টাকা কমানো হয়েছে। দিল্লিতে, আজ থেকে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের খুচরা বিক্রয় মূল্য হবে ১৬৬৫ টাকা। তবে, ১৪.২ কেজির ঘরোয়া সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।
প্রসঙ্গত, এপ্রিল মাসেই বাড়ানো হয় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম। সেই সময়ে দাম সিলিন্ডার পিছু ৫০ টাকা করে বৃদ্ধি করা হয়। এপ্রিল মাসের ৮ তারিখে ওই দাম বৃদ্ধির পরে, এখন ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দিল্লিতে ৮৫৩ টাকা, কলকাতায় ৮৭৯ টাকা, মুম্বইয়ে ৮৫২.৫০ টাকা এবং চেন্নাইয়ে ৮৬৮.৫০ টাকা।
আরও পড়ুন: কলেজের সামনে বাম-বিজেপি হাতাহাতি; সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে মামলা
তবে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম চলতি বছরের এপ্রিল মাস থেকেই কমছে। জুন মাসেই এই সিলিন্ডারের দাম ২৪ থেকে ২৫.৫০ টাকা কমানো হয়। ফলে জুন মাসে দিল্লিতে এর দাম হয় ১৭২৩.৫০ টাকা। জুন মাসে, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১৮২৬ টাকা।
উল্লেখ্য, মার্চ মাসের তুলনায় জুন মাসে, এই এলপিজির দাম দিল্লিতে ৭৯.৫ টাকা, কলকাতায় ৮৭ টাকা, মুম্বইয়ে ৮১ টাকা এবং চেন্নাইয়ে ৮৪ টাকা কমে।